#Quote

মাটির কোনায় কোনায় জলের বসবাস পাতার ফোকড়ে ফোকড়ে পাখির বসবাস নদীর কুলে কুলে নৌকার বসবাস পাহাড়ের মাঝে ঝরনার বসবাস অগনিত তারার মাঝে চাঁদের বসবাস মানুষের দেহের মাঝে আত্মার বসবাস আমার মনের মাঝে তোমার বসবাস।

Facebook
Twitter
More Quotes
রাতের আকাশে তাকালে দেখি লক্ষ তারার মেলা এক চাঁদকে ঘিরে যেন তাদের যত খেলা। বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালেই হাত আমার কাছে তুই যে বন্ধু ঐ আকাশের চাঁদ।
তোমার দুটি ডাগর চোখে আমার মনের ছবি, এসো প্রিয়া কাছে এসো, দেখে যাও সবই।
যদি বলো আমায় মনে পরে কতবার? বলবো, আমার চোখের পাপড়ি নড়ে যতবার! যদি বলো আমায় ভালবাসো কত? আমি বলবো, ওই আকাশে তাাঁরা আছে যত
তোমার কথায় গলে মন, প্রেমে বাজে হৃদয় রণ।
জীবন আমার ধন্য হলো, তোমায় কাছে পেয়ে, একই সাথে ভেসে যাবো, ভালোবাসার নৌকা বেয়ে
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে, বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে। থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে॥ যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে, আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে॥
তুমি থাকবে মোর হৃদয়ে, চিরদিনের তরে, কোনও বাধা টিকবে নাকো, মোদের মিলন অভিসারে।
এই জীবনে সব পেয়েছি, পাইনি কারো মন জানিনা যে এই জীবনে, কে হবে আপন মনের মত চাই তারে, চাই তার মন হবে কি তুমি, আমার কাছের একজন॥
ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস, তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস। জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ।
তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে।