#Quote
More Quotes
ডিপ্রেশন একটি ভবিষ্যত গঠনে অক্ষমতা।
শেষমেশ যে যার সন্ধার কাছে ফিরে যায়,যে যার অন্ধকারের কাছে । জীবন যাপন ঘিরে আছে এক বর্নময় খাঁচা, সোনালী স্বাধীনতার ডানা বেঁধে রাখে রঙিন শিকল- শেষমেশ যে যার ক্ষত ও পচনের কাছে ফিরে যায়, যে যার ধংশস্তুপের কাছে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আকাশ এখানে অসীম নীল,,,, ডানা মেলে উড়ে যায়, স্বপ্নের গাংচিল.... স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়,,,,, ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায়এই দিগন্ত, চোখের সীমানায়.... কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়?
আমরা পিছনে যা কিছু রেখে যাচ্ছি তার চেয়ে অনেক অনেক ভাল জিনিস সামনে রয়েছে।
Facebook এ সবারই প্রেম হয়, আমার টার মনে হয় এখনো ওর আব্বু এখনো ফোন কিনে দেয় নাই!
আমরা বাস্তবের চেয়ে কল্পনায় বেশি কষ্ট পাই।
আমার চোখের সৌন্দর্যের মৃত্যু ঘটলে জেনো আমি আর ধরাতলে নেই।
রাজ্যের ঘুম দুচোখে নেমে জুড়াক আমার প্রাণ শান্তির চুক্তি কবেই করেছি, মৃত্যু তো অপেক্ষমান।
যাহার বাটীতে যাইতেছি, তাহার সহিত আমার কথনও চাক্ষুষ হয় নাই। তাহার নাম শুনিয়াছি, সুখ্যাতিও যথেষ্ট শুনিয়াছি ; সজ্জন বলিয়া তাহার প্রশংসা সকলেই করে। কিন্তু সে প্রশংসায় কর্ণপাত বড় করি নাই, কেন না বঙ্গবাসীমাত্রই সজ্জন; বঙ্গে কেবল প্রতিবাসীরাই দুরাত্মা, যাহা নিন্দা শুনা যায় তাহা কেবল প্রতিবাসীর। প্রতিবাসীরা পরশ্রীকাতর, দাম্ভিক, কলহপ্রিয়, লােভী, কৃপণ, বঞ্চক। তাহারা আপনাদের সন্তানকে ভাল কাপড়, ভাল জুতা পরায়, কেবল আমাদের সন্তানকে কাঁদাইবার জন্য। তাহারা আপনাদের পুত্রবধূকে উত্তম বস্ত্রালঙ্কার দেয়, কেবল আমাদের পুত্রবধূর মুখ ভার করাইবার নিমিত্ত। পাপিষ্ঠ প্রতিবাসীরা! যাহাদের প্রতিবাসী নাই, তাহাদের ক্রোধ নাই। তাহাদেরই নাম ঋষি। ঋষি কেবল প্রতিবাসি-পরিত্যাগী গৃহী। ঋষির আশ্রমপার্শ্বে প্রতিবাসী বসাও, তিন দিনের মধ্যে ঋষির ঋষিত্ব যাইবে। প্রথম দিন প্রতিবাসীর ছাগলে পুষ্পবৃক্ষ নিষ্পত্র করিবে। দ্বিতীয় দিনে প্রতিবাসীর গােরু আসিয়া কমণ্ডলু ভাঙ্গিবে, তৃতীয় দিনে প্রতিবাসীর গৃহিণী আসিয়া ঋষি-পত্নীকে অলঙ্কার দেখাইবে। তাহার পরই ঋষিকে ওকালতির পরীক্ষা দিতে হইবে, নতুবা ডেপুটি মাজিষ্ট্রেটীর দরখাস্ত করিতে হইবে।
তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন।