#Quote

অভিমানের রংটা কেমন জানি? কখনো কালো, কখনো লাল, আবার কখনো শুধুই খালি।

Facebook
Twitter
More Quotes
চারিদিক আজ যেনো লাল সবুজের সমারোহ। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।
লাল শাড়ির বাজে বাজে একজন ছিলো, আছে, আর থাকবে।
কত বিচিত্র মতাদর্শে খণ্ড-বিখণ্ড, বিভাজিত হতে মানুষ কতকিছু করলো - কিন্তু তাদের রক্তের রং বদলাতে পারলো না। সব লাশের দেহ থেকে একই রং এর রক্তই গড়িয়ে গেলো!
প্রতিটি লাল শাড়ির নিজস্ব গল্প আছে।
যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো থাকে, তবে সে যেন বসে পড়ে। যদি তাতে রাগ চলে যায় ভালো। আর যদি না যায়, তবে শুয়ে পড়বে। আল হাদিস
তুমি যতো সাধারণ, লাল শাড়ীতে ততো অসাধারণ।
লাল-সবুজ পতাকার তলে আমরা গর্বিত, বিজয় দিবসের শুভেচ্ছা।
দুটি হাত আমরা কখনো খালি ফিরিয়ে দিলেন, বন্ধু হলে মিলিয়ে দিয়ে আর শত্রু হলে কেটে দিয়ে।
লাল-সবুজে মোড়া আমাদের বাংলাদেশ, বিজয় দিবসে শুভেচ্ছা জানাই।
আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব লাল দিয়ে, হৃদয়ের সব অনুভুতি দিয়ে, অরন্যের সব সবুজ দিয়ে, সমুদ্রের সব গভীরতা দিয়ে তোমাকে জানাই…শুভ নববর্ষ