#Quote
More Quotes
গোধূলী তুমি থাকো কই,দিবে কি তার ঠিকানা না,না ভয় পেয়ো না,আমি তোমার বাড়ি যাবো না।
বিকেলের পড়ন্ত রোদ্দুরে বাড়ি ফেরা পথ ধরে কেউ একজন আসবে ভেবেই জানালায় বসে কেটেছে প্রহর এলো না সে
তাহলে কি এক প্রহর ও যথেষ্ঠ নয়? নাহ। তোমাকে দেখার তৃষ্ণা যে অনন্ত কালের।
গোধূলির এই মোহনীয় বিকেল, যেন হারিয়ে যাওয়ার আমন্ত্রণ।
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি–রোদ্দুরের কথা ভাবতে-ভাবতে ভাবতে-ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।
দিনের হাজারো মুহূর্ত পার হয়ে গোধূলি সন্ধ্যা যেন এক অপূর্ব রূপ নিয়ে ফেরে। যেখানে থাকে হাজারো প্রেমে পড়ার আহ্বান।
হোক নিভু নিভু ছোট্ট প্রেমের প্রদীপ হোক না কয়েক পলক হোক কিছু সময় তবুও প্রেম থাকুক বেঁচে লোম ক‚পে ছুঁয়ে যাওয়া ছোট্ট প্রহর এতটুকুই চাই, শুধু সুখকে যেচে।
28. অগোছালো এক গোধূলী আকাশ, পড়ন্ত বিকেল, ক্লান্ত মন, সমুদ্র সমান বিষণ্ণতা চোখে, আর কিছু স্মৃতি খুব গোপন।
গোধূলী বেলা মনে-প্রাণে এক অন্যরকম আমেজ এনে দেয়। যার ফলে দেহ-মন বাররবার শুধু শিউরে ওঠে।
শেষ বিকেলের আলোয় এসো না আর ফিরে, তোমায় না হয় খুঁজে নেবো মিথ্যা কল্পনার ভিড়ে।