#Quote

ভিড়ের মধ্যে একা হয়ে যাওয়া লোক, চড়া আলোতেও মনখারাপের ভয়। চশমার নীচে ঢাকা পড়ে যায় চোখ… অবসাদ কোনও কুশলকাব্য নয়।

Facebook
Twitter
More Quotes
এতই অসাড় আমি, চুম্বনও বুঝিনি । মনে মনে দিয়েছিলে, তাও তো সে না-বোঝার নয়- ঘরে কত লোক ছিল, তাই ঋণ স্বীকার করিনি । ভয়, যদি কোন ক্ষতি হয়।
নেশা তো আমি সেদিনই করেছিলাম যেদিন হাতে চশমা রেখে সারা ঘর তন্ন তন্ন করে চশমা খুঁজেছিলাম।
হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র-সঙ্গীতে যতো আছে, হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে । আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা,–দূরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্তপথিক।
সেই সব স্বপ্ন এখনও বাতাসে উড়ে বেড়ায় শোনা যায় নিঃশ্বাসের শব্দ আর সব মরে স্বপ্ন মরে না অমরত্বের অন্য নাম হয়।
চোখের সামনে হাজার হাজার প্রশ্নবোধক চিহ্ন । অবিরাম ছুটছি অগনিত প্রশ্নবোধক চিহ্ন চোখের সামনে চশমার মত ঝুলিয়ে।এই প্রশ্নবোধক চিহ্নের আগে যে বাক্যটি বেশি আসে সেটা হল আমি কে
চলে গেলে কেন?’– এ-প্রশ্ন করা সোজা। ‘থাকলেই হতো’– এ-কথা বলাও সহজ। দূর থেকে তবু কিছুতে যায় না বোঝা।
আমার খ্যাতির বিপত্তিটি হচ্ছে পরিচয় গোপন রেখে বিশ্বের কোথাও যাওয়া সম্ভব নয়।পরচুলা কিংবা কালো চশমা পরাটা আমার জন্য যথেষ্ট নয়। হুইলচেয়ারই সব ফাঁস করে দেয় - স্টিফেন হকিং
সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি- দেখা দাও, দেখা দাও, পরমুহূর্তেই ফের চোখ মুছি। হেসে বলি, তুমি যেখানেই যাও, আমি সঙ্গে আছি!
তোমাকে বরং কাছ থেকে আজ দেখি। জটিল দু’চোখে ক’খানা সরলরেখা, তুমি বাঁচলেও, ভালবাসা বাঁচবে কি? এসব প্রশ্ন পরাজয় থেকে শেখা।
আজকাল তো ব্যস্ততাও বেড়েছে খুব। সেদিন দেখলাম সেই ভালবাসাগুলো কাকে যেন দিতে খুব ব্যস্ত তুমি, যেগুলো তোমাকে আমি দিয়েছিলাম ৷