More Quotes
আমাকে আমার আম্মা একদিন ডাকলেন, তখন রাসূল সা. আমাদের ঘরে বসা ছিলেন, আম্মা বললেন, তুমি আস, আমি তোমাকে দেব। রাসূল সা. বললেন, তুমি তাকে কি দেয়ার ইচ্ছা করেছ? তিনি বললেন, আমি তাকে খেজুর দেব। রাসূল সা. তাকে বললেন, হ্যাঁ, যদি তুমি তাকে কিছু না দিতে তবে তার সঙ্গে তোমার এটা মিথ্যা বলা হত।’ আবু হুরায়রা রা. বলেন, যে ব্যক্তি কোন বাচ্চাকে বলল, আস আমি তোমাকে দেব, অতঃপর সে যদি না দেয়, তবে তার এটা মিথ্যা কথা হবে।
যে ব্যক্তি একটি মিথ্যা বলে, সে জানে না সে কতো বড়ো কাজের দায়িত্ব নিচ্ছে। কারণ সেই মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে তাকে বিশটি মিথ্যা উদ্ভাবন করতে হবে।
মানুষ তখন মিথ্যা কথার বেশি আশ্রয় নেয়, যখন সে লোভে পড়ে যায়। —সোলাইমান সূখন
মানুষ চাইলে জাহান্নাম থেকে পালাতে পারে, কিন্তু মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে।
তিন জন লোক তোমার ফোন নম্বর চাইছিল, আমি দিইনি। কিন্তু ঠিকানাটা দিয়েই দিলাম। ওরা এই নববর্ষে তোমার বাড়ি যাচ্ছে। ওরা হলো সুখ, শান্তি আর সমৃদ্ধি! শুভ নববর্ষ
শুভ নববর্ষ স্ট্যাটাস
শুভ নববর্ষ উক্তি
শুভ নববর্ষ ক্যাপশন
ঠিকানা
নববর্ষে
সমৃদ্ধি
শান্তি
সুখ
নববর্ষ
শুভ
জাহান্নামের দরজা বন্ধ ও জান্নাতের দরজা খোলার মাস হল একমাত্র রমজান মাস ।
তোমরা আমার ওপর মিথ্যা বলবে না, যে আমার ওপর মিথ্যা বলবে, সে যেন আগুনে প্রবেশ করে।
আল্লাহ সত্য ও স্পষ্ট করে বলার জন্য আদেশ দিয়েছেন এবং মিথ্যা ও গোপন করার জন্য নিষেধ করেছেন, যেসব ব্যাপারে স্পষ্ট করে বলার প্রয়োজন হয়, সেসব ব্যাপারে।
জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য মানুষের সবথেকে বড় ঢাল হলো রোজা।— আল হাদিস
বন্ধু, আজকে বিদায়! দেখেছ উঠল যে হাওয়া ঝোড়ো, ঠিকানা রইল, এবার মুক্ত স্বদেশেই দেখা ক’রো॥