#Quote

যদি নীল আকাশ আর সবুজ প্রান্তর আপনাকে বিমুগ্ধ না করে? সাবধান হন! আপনার মানবিক গুণাবলী লোপ পেয়েছে।

Facebook
Twitter
More Quotes
মিনারের মতো মেঘ সোনালি চিলেরে তার জানালায় ডাকে, বেতের লতার নিচে চড়য়ের ডিম যেন শক্ত হয়ে আছে, নমর জলের গন্ধ দিয়ে নদী বারবার তীরটিরে মাখে, খড়ের চালের ছায়া গাঢ় রাতে জোছনার উঠানে পড়িয়াছে; বাতাসে ঝিঁঝির গন্ধ — বৈশাখের প্রান্তরের সবুজ বাতাসে; নীলাভ নোনার বুকে ঘর রস গাঢ় আকাঙক্ষায় নেমে আসে - জীবনানন্দ দাশ
সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী,রেখেছ বাঙালী করে মানুষ করনি।
আপনার যদি প্রকৃতির প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে, তবে আপনি সর্বত্র সৌন্দর্য পাবেন।
প্রকৃতির শীতল বাতাসে ভেসে যায় প্রকৃতির মন গহীনের অরণ্যে।
সুন্দর প্রকৃতির মাঝে পথ চলার মজাই আলাদা। যে চলেছে শুধু সেই জানে।
মােহটা হচ্ছে তাঁকে চেনবার কষ্টিপাথর। কষ্টিপাথর সােনা নয়। কিন্তু সােনার পরিচয় ওর থেকেই পাওয়া যায়। যে-কোনাে জিনিসেই আমরা মুগ্ধ হই না কেন, কিছুদিন পরেই তার নেশাটা কেটে যায়। কারণ মােহ নকল আলাে, আসলে ওটা অন্ধকারই। ওই মােহই আমাদের জানিয়ে দেয় যে আমরা ভুলপথে গেছি। মন বলে ওঠে, হেথা নয়, হেথা নয়, অন্য কোনােখানে।
প্রকৃতি এমন এক সৃষ্টি যা শুধু আমাদেরকে দিতেই পারে আর আমরা শুধু নিচ্ছি।
যতবার তোমার রূপে মুগ্ধ হয়েছি, ততবারই নিজেকে হারিয়ে ফেলেছি। খুঁজতে ও চাই নি।
রাতের এই অন্ধকার মাখা প্রকৃতিতে তুমি রাতের আকাশ হলে, আমি হবো তারা তুমি অথৈ সাগর হলে, আমি হবো সাগর।
প্রিয় শূন্য বিকেলে পূর্ণ তুমি, তোমার হাসিতেই মুগ্ধ আমি।