#Quote

আযান দিলে মসজিদে যাও। হয়তো আল্লাহ তোমাকে শেষ বারের মতো ডাকছে

Facebook
Twitter
More Quotes
আমরা সবাই পাপী। নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি।
আসুন ফিরে আসি কল্যাণের পথে ফিরে আসি ইসলামের পথে।
একটি ছোট পিঁপড়েও আল্লাহর ইচ্ছায় চলে; কেউই তাঁর নিয়ন্ত্রণের বাইরে নয়।
কিসের তোষক আর এসি রুম এই দুনিয়ার সর্বাপেক্ষা শান্তির জায়গা হলো, আল্লাহর ঘর মসজিদ।
রাতের অন্ধকারে আল্লাহকে ডাকুন, তিনি দিনের আলো দিয়ে আপনার জীবনকে রাঙিয়ে দিবেন।
وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ অন্যায়কারীদের কাজ থেকে আল্লাহ গাফিল নন..!! (সূরা ইব্রাহীম:৪২)
হে আল্লাহ আমার প্রতি রহমত নাজিল করুন, আপনার রহমত দিয়ে আমাকে পরিপূর্ণ করুন। আমার জীবনকে সহজ করে দিন। আল্লহ ভরশা, সবার কাছে দোয়া প্রার্থী।
তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিৎ, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নীড়ে ফেরে – তিরমিযী
আল্লাহ তাআলার সৃষ্ট জীবদের প্রতি ও আপন সন্তানদের প্রতি যার মমতা নাই, তার প্রতিও আল্লাহ তাআলার মমতা হবে না। - আল হাদিস
কিসের তোষক আর এসি রুম। এই দুনিয়ার সর্বাপেক্ষা শান্তির জায়গা হলো, আল্লাহর ঘর মসজিদ