#Quote
More Quotes
যে ব্যক্তি ঈমান ও নেক নিয়তে শবে কদরে ইবাদত করবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। (বুখারি, মুসলিম)
ঈদের এই আনন্দে সকলে মিলে ঈমানের বন্ধনে আবদ্ধ হই!
ভণ্ডামির চূড়ান্ত নমুনা, “নামাজ না পড়লে কি হবে আমার ঈমান ঠিক আছে” ।
সৌন্দর্য তখনই পূর্ণতা পায় যখন তা বিনয় এবং ঈমানের সাথে যুক্ত হয়।
নিশ্চয়ই আল্লাহ তাদের পক্ষ থেকে প্রতিরক্ষা করেন, যারা ঈমান এনেছে। আল্লাহ কখনো বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞদের ভালোবাসেন না।
কোন ব্যক্তি যখন পরকীয়া করে তখন তার ভেতর থেকে ঈমান বেরিয়ে যায়, এরপর তা তার মাথার উপর ছায়ার মত অবস্থান করতে থাকে। এরপর সে যখন তা থেকে তওবা করে তখন তার ঈমান পুনরায় তার কাছে ফিরে আসে।
যে সকালে ঈমানের আলো থাকে, তার রাত অন্ধকার হয় না
যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। (সহিহ বুখারি, মুসলিম)
যদি রাখো রোজা, মন হবে তাজা। যদি পড় নামাজ, শক্ত হবে সমাজ। যদি পড় কোরআন, শক্ত হবে ঈমান।
যারা বলবে আমাদের শক্তি পরিপূর্ণ নয়, আমার তাদের বলব আমাদের ঈমান পরিপূর্ণ।