#Quote

আজকে রাতে তোমায় আমার কাছে পেলে কথা বলা যেত; চারিদিকে হিজল শিরীষ নক্ষত্র ঘাস হাওয়ার প্রান্তর।

Facebook
Twitter
More Quotes
তবু পৃথিবীতে রাত নামে নিবিড় তুষারের মতো, তুমি শুধু উড়ে চলো ক্লান্তিহীন, তন্দ্রাহীন অন্য এক সকালের দিকে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
বেদনার পায়ে চুমু খেয়ে বলি এইতো জীবন, এইতো মাধুরী, এইতো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত! তুমি জানো নাই__আমি তো জানি। মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে, মাংশের ঘরে আগুন পুষেছে, যারা কোনোদিন আকাশ চায়নি নীলিমা চেয়েছে শুধু, করতলে তারা ধ’রে আছে আজ বিশ্বাসী হাতিয়ার। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আশার ঠোঁটের মতো নিরাশার ভিজে চোখ চুমি আমার বুকের’পরে মুখ রেখে ঘুমায়েছ তুমি!
বুড়ো হয়ে যাওয়ার ফলে আমরা খেলাধুলা থামাই না, বরং সত্যি কথা বলতে গেলে খেলাধুলা থামাই বলেই আমরা বুড়ো হয়ে যাই।
মিথ্যা বলা হয় কথা দিয়ে, আবার নীরবতা দিয়েও।
রাত সবারই কাটে কারোর কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারোর কাটে স্বপ্ন গুলো ভেঙ্গে যাওয়ার যন্ত্রনায়।
যৌবন, একাকি রাত শিশিরের শুভ্রতা কাংখিত জীবন তুমি কী নিতে চাও বলো। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
একাকী রাতের সব থেকে প্রিয় সঙ্গী ঐ এক ফালি চাঁদ!
আমি সবুজ ভালোবাসি ,নধর ঘাসেরা যখন সবুজ গালিচা হয়ে থাকে তখন মনে বড় মায়া আসে । প্রয়োজনে এগিয়ে যেতে হলে সেই ঘাসে পা ফেলে যেতে হয় । কিন্তু ফুলের ওপর পা ফেলে হাঁটা বড় কষ্টের। - সমরেশ মজুমদার
রুটি রোজগার করা বড়ো কথা নয়, কিন্তু পরিবারের সাথে বসে একসাথে রুটি খাওয়া সবচেয়ে বড়ো ব্যাপার।