#Quote
More Quotes
আমানতের খেয়ানতকারী ব্যক্তির জন্য জান্নাতে কোনো স্থান নেই – হাদিস
রাসূল (ﷺ) বলেনঃ- জান্নাতি লোক হবে দুনিয়াতে দূর্বল, মাজলুম; আর জাহান্নামীরা হবে অবাধ্য ঝগড়াটে ও অহংকারী। _বুখারীঃ৬২০২|
যদি কাঁদতে চাও,তবে নামাজপড়ে আল্লাহরদরবারে কাঁদ, কারণতোমার চোখের পানিরমূল্য কেউ না দিলেও,আল্লাহ তোমারপ্রতি ফোঁটা অশ্রুরঅনেক মূল্য দেবেন।
প্রতি মিনিটে কত মানুষ মারা যায়, কিন্তু শুকরিয়া যে আল্লাহ্ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ্
একদিন আমরাও তোমার পথে পা বাড়াবো। হে বন্ধু, জান্নাতে যেন একসাথে আবার দেখা হয় — এটাই দোয়া করি।
নিশ্চয়ই উত্তম চরিত্রের অধিকারীরা পরকালে জান্নাতে থাকবে – সুরা আল-ইমরান: ১৩৩
সালাতকে মজবুত করুন সালাত হলো জান্নাতের চাবি।
মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ, মাকে যারা কষ্ট দিবে তার কখনও জান্নাতে যেতে পারবে না। তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনও মাকে কষ্ট দিওনা।
যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে, কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তার দোষ গোপন রাখবেন। (মুসলিম-২৫১০)
যখন তোমাদের কেউ খুশি হয়, তখন আলহামদুলিল্লাহ বলা উচিত এবং যখন দুঃখে পড়ে, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন বলা উচিত।