#Quote
More Quotes
সোনার গাছে হিরার পাতা।।। ভুলিও না আল্লাহর কথা।।। টাকা পয়সা কতকাল।।। জান্নাতে রবে চিরকাল।।। সাগরের মাঝখানে এক বুক পানি।।।আমার রব আল্লাহু ই জানি।।।।।
আল্লাহ্র উপর ভরসা করতে পারলে আল্লাহ্ সব কিছুই দেন । তিনি কাওকেই হতাশ করেন না ।
কিসের GF, -কিসের BF, -ভালোবাসার অপর নাম হযরত মোহাম্মদ (সাঃ)
আল্লাহ চাইলে আমাকে আরো খারাপ রাখতে পারতো। – আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
আল্লাহর ভয়ে কাঁদা চোখ কখনও ব্যর্থ হয় না।
“তুমি জান্নাত চেয়েও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায় । ”
একাকী হয়ে যাওয়ার অর্থ হলো তুমি খারাপ সঙ্গ পরিত্যাগ করেছ। কিন্তু একজন ভালো বন্ধু থাকা একাকীত্বের চাইতে উত্তম।”
রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় , কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় ।
কোরআন বুঝে পড়লেও সওয়াব। কোরআন না বুঝে পড়লেও সওয়াব। কোরআন পড়া শুনলেও সওয়াব। সুবাহানাল্লাহ
যে ব্যাক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত সকল রোজার সাওয়াব দান করবেন