#Quote

গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুর চোখ জুড়ানো শোভা, খেজুরগাছে ঝোলে রসের হাঁড়ি পৌষ পার্বণে পিঠে পুলির আয়োজন আর তার সাথে নলেনগুড়ের পায়েস একেই বলে শীতকালের আয়েস।

Facebook
Twitter
More Quotes
শীতের দিনে সবাই খোঁজে উষ্ণতার পরশ,তাইতো সবাই আগুন খুঁজে উষ্ণপরশের আশায়"
ঘন কুয়াশার চাদর জড়িয়ে আসে শীতের মনোরম সকাল।
আসবে আবার আশিন-হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি, থাকবে সবাই - থাকবে না এই মরণ-পথের যাত্রী! আসবে শিশির-রাত্রি! থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বঁধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে- বিষিয়ে ও-বুক উঠবে- বুঝবে সেদিন বুঝবে!- কাজী নজরুল ইসলাম
শীতের কুয়াশামাখা রাত, এমনি জ্যোৎস্না রাত, তুমি আর আমি, এই তো আর কি লাগে ভালো থাকার জন্য।
রাতের নীলাভ আকাশে তুমি হলে তারাদের মাঝে, আর আমি হলাম তোমার পাশে থাকা এক বিন্দু আলো।
যে সবুজ বিন্দুটির আশায় ফোনের স্ক্রিনে তাকিয়ে পার করে ফেললাম শত শত ঘন্টা, সেটা যে আর কোনদিনই আমার জন্য জ্বলেনি!
আসবে আবার আশিন-হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি, থাকবে সবাই - থাকবে না এই মরণ-পথের যাত্রী! আসবে শিশির-রাত্রি!থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বঁধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে- বিষিয়ে ও-বুক উঠবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
শীতের সকালে মিষ্টি রোদের আলোতে, তোমার সাথে হয়েছিলো দেখা কোন এক মেলাতে ।
মায়াবী একটা সকাল, মিষ্টি একটা সূর্য। বিশাল একটা আকাশ, এলোমেলো বাতাস। সবুজ সবুজ ঘাস, অপরূপ পাখির ডাক। সুন্দর একটা দিন, শুভ হোক তোমার শীতের দিন।
শীত যেন তার সমস্ত সঞ্চয় নিঃশেষে উজাড় করে দিয়ে ধারণ করে এক সর্বত্যাগী তাপসী মূর্তির। সে কুড়াতে জানে না, সংগ্রহ করতে জানে না, জানে শুধু ছড়িয়ে দিত,উড়িয়ে দিতে , বিলিয়ে দিতে। দুই চোখে তার এক বিষণ্ন প্রশান্তি; হাতে বরাভয়