#Quote

একটুকরো মেঘ আমাকে তাড়িয়ে মেরে ছিল- হ্যাঁ, পেটে ছিল খিদের পাহাড় নিজের জন্য নয়; সেটা ছিল মোর বাচ্চার আহার।। আনারস বিস্ফোরকে যখন দগ্ধ আমি বাঁচার আশা নাই ৷ শিশুর তরে কাঁদে মন তাই নিলাম নদীতে ঠাঁই ।

Facebook
Twitter
More Quotes
আমি ছিলাম বৃষ্টি..! তুমি মেঘের গর্জন শুনে পালিয়েছিলে।
মেঘেদের ভিড়ে শুধুই তোমাকে ছুঁতে যাওয়া, জানি অতিনিম্ন সে প্রচেষ্টা, তবু বাড়ছে হৃদয়ে অতৃপ্তির মায়া।
সারা দাও কোথায় তুমি এখন পুরো প্রেমের মাস; বৃষ্টি ভেজা স্বপ্ন দেখুক উপেক্ষার মরা ঘাস।
বৃষ্টি যতোটা কাছে, ঠিক ততোটা কাছে আমি তোমাকে চাই।
মেঘ কাঁদে, মৃদু মুক্তি, প্রকৃতির কোলাহল, এক প্রশান্ত শান্তি, প্রতিটি বৃষ্টির ফোঁটা একটি না বলা গল্প, ঝড়ের মধ্যে, গল্পগুলো উন্মোচিত হয়।
শ্রাবনে ওই বৃষ্টি ধারায়, আজ শুধু তোমাকে খুঁজে বেড়াই..!! যদিও তুমি অনেক দুরে; তবুও রেখেছি তোমায় মন পাঁজরে।
কিছু মেঘ গুমোট করুক আকাশের মাঝেই,সব মেঘেদের যে মাটির বুকে ঝড়ে পড়তে নেই৷
নাইবা আমি সাগর হলাম মেঘ করবে বলে! বৃষ্টি হলেও হারিয়ে যেতাম অথৈ সাগর জলে।
বৃষ্টি তুমি আরো কিছুক্ষন থাকো না আমার পাশে; শরীর মন জুড়িয়ে নেই একটু এক নিঃশ্বাসে।
নীল আকাশের মেঘবালিকাগুলো, আকাশের নীলেই ভেসে বেড়ায়; রৌদ্র ছায়ার খেলে বেড়ায় লুকোচুরি, মাঝে মাঝে কোথায় যেন তারা হারায়!