#Quote

আঁচলে মেঘ নিয়ে বসে থেকো অজ্ঞাত আকাশ , আমার ছাদের টব জল ভুলেছে দীর্ঘদিন তোমার তিগ্মতা, বুঝি পায়নি অবকাশ ।

Facebook
Twitter
More Quotes
আকাশ আজ মেঘলা ভীষন, জানালা জুড়ে নিম্নচাপ! আমার ঘরে ঝাপসা স্মৃতি স্বভাবতই মন খারাপ।
জীবন ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা করার মধ্যে নয়, জীবনের মূল উপপাদ্য বৃষ্টিতে ভিজতে ও উপভোগ করার মধ্যে।
যে আকাশে প্রতিদিনই মেঘের কথাকলি সে আকাশের কলঙ্ক ঢাকতে আরও এক নতুন চাঁদের বলি।
এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন…কাছে যাবো, কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ!
যদি বৃষ্টি হতাম…তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম! চোখে জমা বিষাদটুকু এক নিমেষে ধুয়ে দিতাম।
গল্প যতই অল্প হোক নালিশ পাঠায় রাতের খামে। মেঘের ঠোঁটে আদর এঁকে, চিবুক ছুঁয়ে বৃষ্টি নামে।
একান্নটি খন্ড যখন জ্যোৎস্না দিলো জুড়ে, একফালি মেঘ খবর দিয়ে গেলো কোথায় উড়ে, যে সতীরে খুঁজলি রে মন সারা দিবস জুড়ে,সে তোর বুকেতেই রাখলো মাথা নিবিড় আঁধারে।
নীল আকাশ বলে উদার হও; সাদা মেঘ বলে ভেসে বেড়াও; মনের সব কালিমা মুছে ফেলো, আর নিঃস্বার্থ হয়ে সকলের সেবা করো।
তোমার অপেক্ষাতে চিলেকোঠায় মেঘ জমিয়েছি, একদিন এসে তোমার আঁচল পেতে দিও, তুলোর মত মেঘ বিলিয়ে দেব তোমায় কোলে।
বৃষ্টি এক অমূল্য আশীর্বাদ, এ যেনো মেঘের মাটির বুকে নেমে আসা। সেখানে আছে জীবন কেননা বৃষ্টি ছাড়া কোনো জীবনের অস্তিত্ব থাকত না।