#Quote

মন আমার বাঁধল বাসা ব্যথার আকাশে পাতাঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে আমিও ছায়ার মতন মিলিয়ে যাব আসব না ফিরে আর আসব না ফিরে কোনো দিনও।

Facebook
Twitter
More Quotes
যখন আমার মনে, হাজার কষ্টের কালোমেঘ! তখন আমি আকাশের কাছে প্রেয়ানা পাই, অপেক্ষা করলেই ওই মেঘ ঝরে গিয়ে সূর্য হাসবে নিশ্চই।
সকাল থেকে মেঘলা আকাশ, আবহাওয়াটাও কেমন তিক্ত পুরনো অভ্যাস শুনতে গেলে স্মৃতিগুলোও বড় বিষাক্ত।
যেতে যেতে পথে হবে প্রেম, শুধু দুটি মনে। অনুভবে কথা হবে ভালোবাসারই এই মিলনে। মেঘেরই পালকিতে উড়ে উড়ে, পাখিরা যায় বহু দূরে। আকাশটা থাকে পেছনে, স্বপ্নের নীল ভুবনে!! হারাবো আজ শুধু ভালোবেসে দুজনে।
মেঘহীন সরল নীল নীল আকাশ একটি ফুল বিহীন বাগানের মতো।
শরতের আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ, মনকে করে দেয় অস্থির!
নিজেকে বদলাবার প্রচেষ্টা করলে ভাগ্য নিজে থেকেই বদলে যাবে
তোমার জগৎ আলোর মঞ্জরী পূর্ণ করে তোমার অঞ্জলি। তোমার লাজুক স্বর্গ আমার গোপন আকাশে একটি করে পাপড়ি খোলে প্রেমের বিকাশে।
ওই তারা ভরা সাঁঝের আকাশে, যখন আসবে তুমি চাঁদ উঠবে হেঁসে নিয়ে ফুলের সুভাষ বয়ে যাবে বাতাস মনে আসবে খুশি পদতলে থাকবে নরম ঘাস।
নীল আকাশ বলে উদার হও সাদা মেঘ বলে ভেসে বেড়াও মনের কালিমা সব মুছে ফেল নিঃস্বার্থ হয়ে সেবা করো।
আজকের বৃষ্টি শুধু আকাশ ভেজায় না—ভিজে গেছে আমিও।