#Quote

অতিদূর পরপারে গাঢ় নীল রেখার মতো বিদেশের আভাস দেখা যায়। সেখান হইতে রাগ-অভিমানের দ্বন্দ্ব কোলাহল সমুদ্র পার হইয়া আসিতে পারে না।

Facebook
Twitter
More Quotes
রাগ আর অভিমান দুটি আলাদা জিনিস! রাগ সবার সাথে করা যায়, কিন্তু অভিমান সবার সাথে করা যায় না।
পিঁপড়ার কাছে একটি নদীই একটি সমুদ্র
ছোটবেলায় আমরা যাকে রাগ বলে থাকি,বড়বেলায় সেটাই অভিমানে পরিণত হয়।
আমাকে যখন মনে পড়বে, তখন সমুদ্র সৈকতে এসো! আমি ঢেউয়ের তরঙ্গে তোমাকে স্পর্শ করবো।
পাহাড় না সমুদ্র এ প্রশ্নে আমি সবসময়.. চুপ হয়ে যাই! দুটোই আমাকে দুভাবে টানে।
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ, আমাকে গ্রহন করো । উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ । আমাকে আর কি বেদনা দেখাবে ?
সমুদ্র গর্জন হল আত্মার সঙ্গীত।
কোনো অভিযোগ নেই। আর কখনো থাকবেনা। আছে কিছু অভিমান, যা কোনদিন বোলবোনা।
মনে পড়ে কি তোমার একদিন সমুদ্র তীরে পড়ন্ত বিকেলবেলায় হাতে -হাত রেখে বলেছিলে, ‘তুমি আমার, আর আমি শুধু তোমারি হয়ে থাকবো চিরকাল।’ ভুলে কি গেছো সে কথা?
প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায় প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে জীবনকে অনুভব করা যায় না।