More Quotes
আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব লাল দিয়ে, হৃদয়ের সব অনুভুতি দিয়ে, অরন্যের সব সবুজ দিয়ে, সমুদ্রের সব গভীরতা দিয়ে তোমাকে জানাই… - শুভ নববর্ষ!!
নতুন প্রভাতের নতুন আলোকে, স্বাগত জানাই এই ধরণীকে । আনন্দ মনে বারিনু তোমারে.অগ্রিম শুভেচ্ছা জানাই সাধরে । -শুভ নববর্ষ
শীত যেন এক উদাসী বাউল হাতে নিয়ে একতারা, বাজায় বৈরাগ্যের সুর!
নতুন বছরের প্রথম দিন, শুভেচ্ছা জানাই সকলে, সুখে-শান্তিতে কাটুক, নতুন বছরের প্রতিটি দিন।
তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা, তোমার জন্য সকল গোলাপ, সব রজনীগন্ধা, তোমার জন্য সব সুর, তোমার জন্য ছন্দ, নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ… - শুভ নববর্ষ ১৪৩১
মনে জেগে ওঠে নতুন করে প্রাণ
নতুন বছর এসেছে, নতুন আশা নিয়ে, পুরোনো বছরের বেদনা ভুলে, নতুন স্বপ্ন দেখি।
নববর্ষের নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত, সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো ।
ফুল ফুটেছে বনে বনে... ভাবছি তোমায় মনে মনে... বলছি তোমায় কানে কানে... "শুভ নববর্ষ"মনে আসুক বসন্ত,সুখ হোক অনন্ত! স্বপ্ন হোক জীবন্ত............. আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত!!!!! ************শুভ নববর্ষ**************
ঝুম বৃষ্টির ছন্দে মেতে পাখিরা সব চুপ,,, ইচ্ছে করে বৃষ্টি জলে দেই না হয় ডুব!