#Quote

আমি মেঘে ঢাকা পড়ন্ত বিকেল, তুমি না হয় একটুকরো রোদ্দুর হতে! দু-জনে মিশে যেতাম দিগন্ত রেখায়, যেখানে আকাশ ছুঁয়েছে মাটিতে!

Facebook
Twitter
More Quotes
সকালের শুণ্যতা কখনো বিকেল দিয়ে পূরণ করা যায় না।
28. অগোছালো এক গোধূলী আকাশ, পড়ন্ত বিকেল, ক্লান্ত মন, সমুদ্র সমান বিষণ্ণতা চোখে, আর কিছু স্মৃতি খুব গোপন।
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো! রেখো না আর, বেঁধো না আর, কূলের কাছাকাছি।
জীবন আমার সহজ সরল শান্ত নদের তরী যতই বাঁধি ছিন্ন কষ্ট খেয়া বাঁধার দড়ি ! দিনের শেষে আঁকি বসে ধূসর মেঘের ছবি কষ্ট বুকে হয়েছি আজ শেষ বিকেলের কবি| অনেকটা পথ পেরিয়ে আজ ক্লান্তি এল নেমে তাইতো আমায় পড়তে হবে মৃত্যু ছায়ার প্রেমেবন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায় আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়।
কোনো এক গোধূলি মাখা বিকেল’টা দিও আমায়! ভালোবাসার রঙে রাঙ্গিয়ে দিবো তোমায়।
আজ এক নাম না জানা কোনো পাখি ডাক দিলো ঠোঁটে নিয়ে খড়কুটো! আজ এলো কোন অজানা বিকেল! গান দিলো গোধূলি এক মুঠো।
এই পড়ন্ত বিকেলে ধানক্ষেতের সোনালী হাসিতে ভুলে যাই সব অতীতের দুঃখ গুলো।
সন্ধ্যা নেমে এসে আসে বলেই পড়ন্ত বিকেলের শেষ রোদটুকু এত কদর
হাওয়ার গল্প আর পাখীদের কুহু কলতানে আজ এই বিকেলে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো
বিকেলের পড়ন্ত রোদ্দুরে বাড়ি ফেরা পথ ধরে কেউ একজন আসবে ভেবেই জানালায় বসে কেটেছে প্রহর এলো না সে