#Quote
More Quotes
আল্লাহ তোমার জীবনকে নূরের আলো দিয়ে আলোকিত করুন। তোমার সব সংকল্প পূর্ণ হোক আল্লাহর রহমতে।
বেঁচে থাকার জন্য বেশি কিছু প্রয়োজন নেই! আল্লাহর রহমত-ই যথেষ্ট।
যখন কারো ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, তখন আল্লাহ তা’লাহ ফেরেস্তাদের প্রেরণ করেন। যে এসে বলে, “হে ঘরের অধিবাসিরা” তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। (হাদিস ১৩৪৮৪)
ধৈর্য রাখুন! সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ তায়ালা কোনদিন আপনাকে ঠকাবে না।
وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ অন্যায়কারীদের কাজ থেকে আল্লাহ গাফিল নন..!! (সূরা ইব্রাহীম:৪২)
হে আল্লাহ! কষ্ট পেলে আমি কাঁদি, এর মানে এই নয় যে তোমার ফয়সালায় আমি অসন্তুষ্ট। বরং আমি তো কাঁদি তোমার স্নেহ পেতে, তোমার সাহায্য পেতে।
রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন– আল হাদিস
হাজার হাজার কিলোমিটার দূরে প্রবাসে কত কষ্ট করে যে বড় ভাই পরিবারের সুখের জন্য রয়েছে সেটা শুধু আল্লাহ তা’আলা জানে।
তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।
“শবে বরাত” – ভাগ্যের রাত। আল্লাহর কাছে ভালো ভাগ্যের জন্য প্রার্থনা করুন।