#Quote

নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না! কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না।

Facebook
Twitter
More Quotes
কাউকে বারবার ডাকলে সে রাগ হয়। কিন্তু আল্লাহ কে বারবার ডাকলে তিনি খুশি হন।
কেয়ামতের দিন যাদেরকে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে, তারা হলেন ঐসব ব্যাক্তি, যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করেন। আলহামদুলিল্লাহ!!’
মৃত্যু হলো একটি আমাদের বিশ্বাস যা আমাদের আল্লাহর প্রতি প্রমাণিত করে।
আমাদের সাফল্য-ব্যর্থতা আল্লাহর হাতে, মানুষের নয়। তিনি আপনার সাথে থাকলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না।
প্রকৃতি নিজের মত করে হয় সৃষ্টি, তাইতো প্রকৃতির বাতাস এত মিষ্টি।
কারো মসজিদ যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না। [সূরা বাকারা ২:১১৪]
প্রথম দেখায় কখনো ভালবাসা হয় না যা হয় তা হল ভালো লাগা আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালবাসার ।
মহান আল্লাহ তায়ালা বলেনঃ- তুমি ওই দিনকে ভয় করো , যে দিন তোমার মুখে তালা লাগিয়ে দেয়া হবে আর তোমার হাত পা তোমার ক্রিত কর্মের সাক্ষী দিবে ।—সুরা ইয়াসিন (৬৫)
একাকীত্ব অপরের দ্বারা সৃষ্টি হয় না। এটি তখনই তৈরি হয় যখন নিজের অন্তঃসত্ত্বা বলে যে তোমার জন্য ভাবার এ জগতে কেউ নেই।
মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয় সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকি দান করেন এবং একটি করে গুনাহ মোচন করেন।—বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)