#Quote

এসো হে নবীন – ভেদাভেদ ভুলে নবীন বা প্রবীন, সোনামাখা সোনালী বরণ ঢালায়, সাজিয়েছি আজ হে নবীন তোমাদেরি শুভেচ্ছায়। – রুনা লায়লা (বাংলা কবিতা.কম)

Facebook
Twitter
More Quotes
এসো হে নবীন, এসো ভালোবাসার বাহুডোরে। পুষ্প ডালায় ভালোবাসা সাজানো থরে থরে, গ্রহণ করো। — সুকুমার চক্রবর্তী।
নবীণের পদচারণা,সানন্দে বরণের উল্লাস,প্রাণের উচ্ছ্বাস নেই যে উদ্যানে তা মৃত স্হবির এক উদ্যান।—কিশোর কায়সার।
বসন্ত তার গান লিখে যায় ধূলির পরে কি আদরে তাই সে ধুলা ওঠে হেসে বারে বারে নবীন বেশে।
এসো হে নবীন,বাজিয়ে সুরের লহরী উল্লসিত নব বীণ,আজ সুর মিলিয়ে গাইব সবে জয়যাত্রার গান,আনন্দে আহ্লাদিত নব প্রাণ।—রুনা লায়লা।
হে নবীন, বরণের এই প্রভাতে উপদেশ এই যে কদাপি এতখানি ছোটো হইয়া যাতে পদতলে মারাইয়া যায় লোকে, আবার এতো উঁচুতেও উঠিও না যাতে প্রয়োজনে কেউ তোমাকে হাতের নাগালেই না পায়।—অজিতেশ কুমার রায়।
ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে; দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে – রবীন্দ্রনাথ ঠাকুর
যে নবীন খোলা মনে প্রবীণকে আর তার অভিজ্ঞতাকে সম্মানের সাথে বরণ করিয়া নিতে পারে, বুদ্ধিমত্তায় তার চেয়ে প্রবীণ আর কেউ হতে পারে না। — প্রসিধ কৃষ্ণা।
নবীনের বরণে প্রবীণের স্নেহ আর উচ্ছ্বাস দেখিতে পাইব, জানিবে জয়রথ সেই পথ দিয়াই যাত্রা করিবে। এবং এ বিষয়ে নিশ্চিত থাকিও। — শত্রুঘ্ন কুমার৷
নবীণ, এসো হে রঙধনুর রঙ মেখে, আলোর নতুন সংকেত নিয়ে, সোনালি ডালায় বরণ করার জন্য আমরা প্রস্তুত, পদার্পণ করো — সংগৃহীত।
এসো হে নবীন,নির্মল ভালোবাসায় হও রংধনুর রঙে রঙিন,শত বাধা-বিপত্তি পেছনে ফেলে,পায়ে পায়ে অগ্রসরমান হও ঢাকের তালে তালে।– রুনা লায়লা (বাংলা কবিতা.কম)