#Quote
More Quotes
Timeline রাখার মত শ্রেষ্ঠ কথা – সুবহানাল্লাহ – আল্লাহ পবিত্র – আল হামদুলিল্লাহ – সমস্ত প্রশংসা আল্লাহর – লা – ইলাহা ইল্লাল্লাহ – আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। – আল্লাহু আকবর – আল্লাহ মহান।
যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠিয়ে সামি আল্লাহ হুলিমান হামিদা বলার পর রাব্বানা লাকাল হামদ বলে । মহান আল্লাহপাক ৩০ জন ফেরেশতা দারা তার জন্য সওয়াব লেখার প্রতিযোগিতা করায় ।
মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম অর্থাৎ দোয়া করে না । - হযরত মুহাম্মদ (সাঃ)
একদিন আমার ইনশাআল্লাহ গুলো। আলহামদুলিল্লাহ তে পরিণত হবে।
যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতিবছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায় ।
সেসব ব্যক্তি মুমিন নয়, তারা নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তাদের প্রতিবেশী অনাহারে থাকে।
আল-কুরআনের হরফ গুলো। কালো কিন্তু ভেতরে লুকিয়ে আছে হেদায়েতের আলো।
"আপনার চিন্তাভাবনা সত্যিই, আপনার জীবনের সমস্ত কিছুকে সত্যিকার অর্থে রূপ দেয় যা আপনি অনুভব করেন এবং অনুভব করেন। - টনি রবিন্স
যার আল্লাহ আছে, তার সব কিছু আছে।
মনে রাখবেন ইসলাম বিজয়ী হবেই হবে। আপনাকে সহ কিংবা আপনাকে ছাড়া। কিন্তু আপনি বিজয়ী হতে পারবেন না, ইসলামকে ছাড়া।