#Quote
More Quotes
হে আল্লাহ আপনি তো দেখছেন আমি কি করছেন না করছে সবই দেখতে পাচ্ছেন। আমাকে মুমিন ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন ।
কাপড়ে দাগ লাগা কোন খারাপ কাজ নয়, তবে এমন কাজ সবচেয়ে খারাপ যা চরিত্রে দাগ ফেলে।
মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয় সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকি দান করেন এবং একটি করে গুনাহ মোচন করেন । — বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)
দোস্ত, প্রেম করা মনে কি?? B:- বিষাক্ত সাপের সামনে গিয়ে বলা, ছোবল দে ছোবল দে।
যে দেশেতে জন্ম আমার , সেই দেশেতে মরি, কাফনের কাপড় পতাকা হবে সেই আশাটাই করি
যে ব্যক্তি কোন বিপদে পড়ে বলবে, হে আল্লাহ আমাকে আমার বিপদের প্রতিদান দিন এবং আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করুন । আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন । — সহিঃ মুসলিম ২১৬৫
অনেক খুশি থাকি আজ কাল-কেননো না এখন আশা আল্লাহ উপরে রাখি মানুষের উপর না,
সারা বিশ্ব হেরে যায় শীতের কাছে,,_কিন্তু শীত হেরে যায় একজন ঈমানদারের কাছে•••
ভালো রাখার মালিক আল্লাহ..! যেমন আছি আলহামদুলিল্লাহ..!
তুমি জান্নাত চেয়েও না `বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়!