#Quote
More Quotes
যা দ্বারা আল্লাহ তোমাদের কাউকে অপর কারও ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তোমরা তার লালসা করো না।- সূরা আন-নিসা, আয়াত: ৩২
শবে বরাত” – ঐক্য ও সংহতির রাত। সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রহমত কামনা করি।
রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয় - আল হাদিস
নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।
মৃত্যু হলো আল্লাহর প্রতি তার বন্ধুদের ফিরে আসার পথ।
আল্লাহ আমাদের সবাইকে, পরবর্তী শুক্রবারের জুম্মার নামাজ আদায় করার তৌফিক দিন
আমরা পৃথিবীতে সবচেয়ে অপমানিত ছিলাম এবং আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন। – উমর ইবনে আল খাত্তাব
যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে, আল্লাহও তার কল্যাণে রত থাকবেন!
দুনিয়াকে আখিরাতের শস্যক্ষেত্র মনে করে ততদিন আল্লাহর দয়ায় বেঁচে থাকবে তিনি তোমাকে সৎ পথে চলার তৌফিক দান করুন।একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠো।
আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় হালাল তালাক( বিবাহবিচ্ছেদ)। — হযরত মুহাম্মাদ (স.)