#Quote
More Quotes
কঠিন বিপদে অথবা সফলতায়, যেকোন অবস্থায় আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ্ বলাই হলো খাঁটি মুমিনের অন্যতম গুণাবলী।
গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাঁটা তোমার কথা মনে পরলে মনে লাগে ব্যাথা
আল্লাহ যেন আমাদের পরিবার ও প্রিয়জনদের ঈমান, শান্তি ও সমৃদ্ধি দিয়ে পূর্ণ করেন। ঈদ মোবারক।
وَتَوَكَّلْ عَلَى اللَّهِ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا আল্লাহর উপর ভরসা করো,তিনিই সর্বোত্তম রক্ষক..!! (সূরা আল-আহযাব:৩)
কখনোই বান্দাকে আল্লাহ বঞ্চিত করেন না। হয়তো আপনি যা চান, সেটায় আপনার কল্যাণ নেই তাই আল্লাহ আপনাকে দেন নাই।
হে আল্লাহ, আমাদের রোজা, নামাজ, কোরআন তিলাওয়াত কবুল করুন এবং এই ঈদে আমাদের জীবনে সুখ-শান্তি বর্ষণ করুন। ঈদ মোবারক।
আমিও দেখতে চেয়ে ছিলাম, আমার ভাগ্যের পাতায় কি লেখা আছে! কিন্তু পৃষ্ঠা উল্টে দেখলাম, আল্লাহ তাতে বড়ো নিষ্ঠুরতার সাথে কষ্ট লিখে রেখেছেন।
রামাদান মোবারক। এই রমজান হোক আমাদের জীবনের সেরা রমজান। আল্লাহ সবাইকে পাপ মুক্ত করার তৌফিন দান করুক এই রামাদান মাসে।
প্রতিটি রোজাদার বান্দাকে আল্লাহ তায়ালা নিজ হাতে তাদের পুরস্কার তুলে দিবেন।
যে পবিত্র থাকতে চায় , তাকে আল্লাহ পবিত্র রাখেন।– সহীহ বুখারী