#Quote
More Quotes
বিকেলের শেষ আলো একটু থাকো, গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো. রাত জেনো ছুটি নেই তোমার আলো, তাই বাসি ভালো, সোনার আলো।
আমি আল্লাহকে দেখিনি, কিন্তু তার সৃষ্টি দেখে তাকে অনুভব করেছি।
কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে যদি এমন স্থানে লাঞ্ছিত করে যেখানে তার মানহানি ঘটে এবং সর্বদা খাটো করা হয়, আল্লাহ তাকে এমন স্থানে লাঞ্ছিত করবেন, যেখানে তার সাহায্যপ্রাপ্তির আশা ছিল। — হযরত মুহাম্মাদ (স.)
এই ঈদে আসুন, আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আরও ভালো, দয়ালু এবং আল্লাহর আরও কাছে যাব। ঈদ মোবারক!
আল্লাহ যাকে কষ্ট দেন, তার জন্য তিনি উত্তম কিছু পরিকল্পনা করেন।
আলহামদুলিল্লাহ নিজেকে “পরিবর্তন করার সর্বোচ্চ চেষ্টা করছি” আল্লাহ কে ” খুশি করার প্রধান উদ্দেশ্য।
আল্লাহর প্রতিটি সৃষ্টি নিখুঁত, কারণ তিনি কখনো ভুল করেন না।
চেহারাটা কখনো বদলানো যাবে না -!🖤🌻 🌻 ۵কারণ এটা মহান আল্লাহর সৃষ্টি,-!” ─༅༎ – তুমি তোমার চরিত্র টা বদলাও -!🖤🌻 😽🌻 ۵কারন এটা তোমার সৃষ্টি করা!
ফুল হলো সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালারে সুন্দরতম সৃষ্টি যা পৃথিবীকে আরোও অনেক সুন্দর করে তোলে।
বিবাহ বার্ষিকীতে শুধু একটাই দোয়া—আল্লাহ যেন আমাদের ভালোবাসা চিরস্থায়ী করেন।