#Quote

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার রহমত বর্ষিত হোক সেই মানুষের উপরে যার মৃত্যু হাজির হয়ে তাকে চমকে দেওয়ার আগে থেকেই তিনি কথা কম বলেন, কোরআন অধ্যয়ন করেন, অতীতের কথা ভেবে কান্নাকাটি করেন, অবিরত চোখ বুলাতে থাকেন বুখারী ও মুসলিমে এবং আল্লাহর এবাদত করেন। — ইমাম আয-যাহাবী (রাহিমাহুল্লাহ)

Facebook
Twitter
More Quotes
যে ব্যক্তি সমর্থ ও কর্মক্ষম হয়েও কাজবিমুখ, আল্লাহ তাআলা তার প্রতি সদয় নন। - আল হাদিস
পরম করুণাময় আল্লাহর নামে শুরু হোক আরো একটি সুন্দর দিন, শুভ সকাল।
আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না-- শেখ সাদি
মক্কার বাগানে ফুটিল এক ফুল নাম রাখিল তার মোহাম্মাদ রাসুল সুবাস ছড়িয়ে গেল সারা বিশ্বে আল্লাহ দিলেন তার মর্যাদা সবার শীর্ষে।
হতাশা আমাদের জন্য নিষিদ্ধ। আল্লাহর রহমত থেকে হতাশ না হতে আমাদের কে হুকুম করা হয়েছে।
তুমি ফিরে যাও আল্লাহ’র দিকে সৌভাগ্য ফিরে আসবে তুমার দিকে
আজকের দিনে যেমন তুমি পৃথিবীতে এসেছিলে মৃত্যু ও অপেক্ষা করছে এমন ই কোনো এক দিনে এটা মনে রেখে পৃথিবীর প্রতিটি সমস্যার সমাধান করতে হবে। আল্লাহ তোমাকে নেক আমল করার তৌফিক দান করুন, আমীন।
পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।
আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়। ইবনে সিনা
আমাদের এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে সুন্দরতম উপহার হল ফুল।