#Quote
More Quotes
মন খারাপ করে রেখো না! কারণ আল্লাহ সবচেয়ে আশাবাদী মুহূর্তে আশা পাঠান। ভুলে যাবেন না, সবচেয়ে ঘন বৃষ্টি ঘন কালো মেঘ থেকে বেরিয়ে আসে।
পৃথিবিটা!!আল্লাহর!!রহমতে!!ঘেরা হলো❤✿᭄ ✿᭄ কিন্তু!!আফসোস ✿᭄ দুনিয়ার!!মানুষগুলো!সবাই!অহঙ্কারে!!সেরা
আজকের রাতে, নেক আমলের প্রতিজ্ঞা করুন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কাজ করুন।
একজন প্রেমময় ও সতী নারীকে বিবাহ করো।
সে কিছুই হারায়নি যে তার সবকিছু আল্লাহর কাছে সমর্পণ করেছে। - ড. বিলাল ফিলিপ্স
কোন মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? – যার মাধ্যমে আল্লাহ্র অন্য সৃষ্টিকূল উপকৃত হয়। - বুখারী
আল্লাহ সুবহানান ওয়া তায়ালা ইবলিসকেও ফিরিয়ে দেন নি, আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দিবেন, নিরাশ করবেন।
কেউ যদি মিথ্যা অপবাদ করে তবে তার সাথে আল্লাহ নরকে বিচ্ছিন্ন করে দিবেন। সূরা আন-নিসা ১১২
শবে বরাত হলো একটি বিশেষ রাত, যখন আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের উপর অশেষ রহমত বর্ষণ করেন। আসুন আমরা এই রাতের পূর্ণ সুযোগ গ্রহণ করি।
আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। -- শেখ সাদী