#Quote

আল্লাহ তাঁর সৃষ্টিকূলকে সৃষ্টি করার পর তাঁর আরশের ওপর লিখেছিলেন: নিশ্চই আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে– বুখারী ও মুসলিম

Facebook
Twitter
More Quotes
প্রচেষ্টা আর পরিশ্রম আমাদের হাতে, সাফল্য তো আল্লাহর হাতে।
তোমরা একে অন্যের প্রতি হিংসা করোনা , ঘৃণা বিদ্বেষ করোনা এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিয়োনা– মুসলিম
তুমি যত সিজদাহ্ দিবে, আল্লাহ তত গুনাহ মাফ করে দিবেন।
কিছু কিছু মানুষ এত খারাপ এত নীচ হয় যাদের দেখে ডাস্টবিনের কীটও বলে -উপরওয়ালার কাছে শুকরিয়া কারন আমাকে তর মত মানুষ করে সৃষ্টি করেননি।
শবে বরাত” – ঐক্য ও সংহতির রাত, সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রহমত কামনা করি।
রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়। – আল হাদিস
আমার মনেহয়, বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সবকিছুর পরও সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখবে, তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। যখন সৃষ্টি কর্তার ওপর তোমার বিশ্বাস থাকবে, তুমি অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে।
আল্লাহ কোন বান্দাকে তার সামর্থ্যের বেশি বোঝা দেন না।
তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিৎ, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নীড়ে ফেরে– তিরমিযী
যে মানুষ মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে সে আর যাই হোক, মুসলিম নয়।