#Quote

ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে।

Facebook
Twitter
More Quotes
খেয়াঘাটে ওঠে গান অশ্বথতলে , পান্থ বাজায়ে বাঁশি আন্‌মনে চলে । ধায় সে বংশীরব বহুদূর গাঁয় , জনহীন প্রান্তর পার হয়ে যায়। - রবীন্দ্রনাথ ঠাকুর
কেউ অভিমান সাজায় দূরত্বের আদলে…! কেউ আবার আস্ত একটা পাহাড় জমায় এক মুঠো হাসির আড়ালে।
দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে হিসেবে বেহিসাবে তোমাকে খুজি আড়ালে আড়ালে কোথায় হারালে ফিরে তুমি আর আসবে না বুঝি
অসময়ে মেঘের আড়ালে আজ সূর্য অস্ত গেছে বলে সেই অন্ধকারটাই হবে সত্যি, আর কাল প্রভাতে আলোয় আলোয় আকাশ যদি ছেয়ে যায়, দুচোখ বুজে তাকেই বলব এ আলো নয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সে কী জানে ভাংগা মনে লাগেনা ভালো গোপনে কতো যে ফাগুনে শরত্‍ এর বিকেলে ভিজে শ্রাবনে তুমি তো এলে না ফিরে আমার এ ভুবনে।
বসন্তের ওই ফাগুনে কৃষ্ণচূড়ার বুকে আমি তোমার স্মৃতিগুলো রেখে আসতে চাই।
বসন্ত আমাকে আর এই বাড়িতে থাকতে দিবে না, আমাকে অবশ্যই বাইরে বেরিয়ে আসতে হবে এবং আবার বাতাসে গভীরভাবে - নিতে হবে । — গুস্তাভ মাহলার
জানালার গ্রিল ধরে বাইরে তাকালাম, বসন্তের লক্ষণ গুলি প্রকাশমান শুভ্র নীল আকাশ, উজ্জ্বল সূর্য গাছগুলি অনেক উদীয়মান।
ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল , ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল । চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় , বেণুবনে মর্মরে দক্ষিণবায় – রবীন্দ্রনাথ ঠাকুর
ফাগুনের রঙে রেঙেছো তুমি, না বলা কথা আজ বলবো আমিঃ হৃদয়ের ডাক শুনবে কি তুমি? – সংগৃহীত