#Quote
More Quotes
শব-ই-বরাতের রাত হবে আজ, হয়তো আমি এই বছর আল্লাহর কাছে থাকবেন এমন ব্যক্তিদের তালিকায় থাকব, এবং হয়তো আর কখনো দেখা হবে না। এই কারণেই আমি আপনার সাথে করা সমস্ত ভুল কাজের জন্য দুঃখিত বলার এই সুযোগটি নিতে চাই।
আমি গাদ্দার কে মাফ করবোনা যদিও সে আমার ভাই হয়।
রোজার সর্বশেষ রাত্রে আল্লাহ তার সকল বান্দাগণকে মাফ করে দিবেন।
আজকের রাতে, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। তার অশেষ রহমত ও অনুগ্রহের জন্য।
শবে বরাতের উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ুক আমাদের হৃদয়ে, জীবন হোক শান্তিময়। শুভ শবে বরাত!
মানুষের কাছে গুনাহ মোচনের সবথেকে বড় মাধ্যম হচ্ছে রোজা। — আল হাদিস
মহান আল্লাহ যেন আমার মামার জীবনের সমস্থ গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ আপনি আমার মামাকে আপনার জিম্মায় রাখবেন।
আজ আমার বন্ধুর ১ম মৃত্যুবার্ষিকী। আল্লাহ আমার বন্ধুর সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন
তোমরা মিথ্যা কথা বলো না, কারণ মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়।
হে আল্লাহ, তুমি আমাদের গুনাহ মাফ করো, তুমি আমাদের হেদায়েত দাও, তুমি আমাদের জীবন সুন্দর করো! শবে বরাতের এই পবিত্র রাতে তোমার কাছে ক্ষমা চাইছি, আমাদের সবাইকে কবুল করো!