#Quote

পাপ কথাটা মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ পাপ পূন্য, ভাল মন্দের বিচার তারা করতে পারে। পশুদের এসবের বালাই নেই। তাই পাপ তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় ৷

Facebook
Twitter
More Quotes
ভগিনীরা! চুল রগড়াইয়া জাগিয়া উঠুন, অগ্রসর হউন! মাথা ঠুকিয়া বলো মা! আমরা পশু নই; বলো ভগিনী! আমরা আসবাব নই; বলো কন্যে আমরা জড়োয়া অলঙ্কাররূপে লোহার সিন্ধুকে আবদ্ধ থাকিবার বস্তু নই; সকলে সমস্বরে বলো আমরা মানুষ।
পুণ্যের ভাগ তো সবাই চায়। পাপের ভাগ কেউ চায় না।
জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি সন্ত্রাসের ঝাঁঝালো দিনে বিবর্ণ পত্রের মত হঠাৎ ফুৎকারে উড়ে যাই।
প্রতিটি পাপ অজান্তেই আরাে অনেক পাপের জন্ম দেয়, আমাদের একটি পাপ আরেকটি পাপের দিকে আমাদেরকে ঠেলে নিয়ে যেতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেই পাপ রাশি মানুষটিকে এমনভাবে কাবু করে ফেলে যে কৃত পাপগুলাের জন্য তাওবা করাকে তার কাছে কঠিন বলে মনে হয়।
মানুষ শুধু যে মানুষের কাছ থেকে শিখবে তা না। পশু পাখির কাছ থেকে অনেক কিছু শেখা যায়।
প্রকৃতির পশু এবং পাখিরাই কেবল মানবিক মানুষ নয়।
পশুদের কে ভালোবাসা মানুষের জন্য ভালো, তবে মনে রাখবেন আপনার ব্যবহার যেন পশুসুলভ না হয়ে যায়।
অত্যন্ত পাপিষ্ঠ স্বভাবের মানুষ হাজার সদুপদেশ দিলেও তাদের স্বভাবের কাজ তারা করে যাবে।
সাম্যের গান গাই! – যত পাপী তাপী সব মোর বোন, সব হয় মোর ভাই। এ পাপ-মুলুকে পাপ করেনি কে আছে পুরুষ-নারী? আমরা তো ছার; – পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারী! তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল, দেবতার পাপ-পথ দিয়া পশে স্বর্গে অসুর দল!
পাপের পঙ্কে পুণ্য-পদ্ম, ফুলে ফুলে হেতা পাপ! সুন্দর এই ধরা-ভরা শুধু বঞ্চনা অভিশাপ। পুণ্যে দিলেন আত্মা ও প্রাণ, পাপেরে দিলেন দেহ। আত্মা তাঁদের ত্যাগী তপস্বী, দেহ তাঁহাদের ভোগী!