#Quote

শীতের শেষে প্রাণের জোয়ার বয়ে নিয়ে আসে বসন্ত, প্রকৃতি সেজে ওঠে নতুন সাজেহৃদয়ে জাগে শিহরণ । অপরূপা এ ফাগুনের রূপে , করি আমরা নিত্য অবগাহন ।

Facebook
Twitter
More Quotes
বসন্তের রঙে রাঙিয়ে তুলতে চাই আমার এই রংহীন জীবনকে।
যখনই আমি দেখি তোমার চোখে, মনে হয় এই প্রথম দেখছি তোমায় , সেই একই অনুভূতি একই শিহরণ এখনো জাগে প্রথম দিনটির মতো যেদিন দেখে ছিলাম তোমায় ।
বসন্ত এলো রে। মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরীকানন ছাওল রে। শুন শুন সজনী হৃদয় প্রাণ মমহরখে আকুল ভেল, জর জর রিঝসে দুখ জ্বালা সবদূর দূর চলি গেল। মরমে বহই বসন্তসমীরণ
কচি পাতার শিহরণে হৃদয়ে লেগেছে দোল বসন্তে তাই প্রকৃতিও আজ হয়েছে বিহ্বল ।
ফাল্গুনের আগমনে গাছের কচি পাতার শিহরণে, হৃদয়ে লেগেছে বসন্তের দোলা আর প্রকৃতির সেজেছে নিজ প্রাণে।
বসন্ত মানে নতুন শুরু, নতুন আশা, নতুন রঙের গল্প
বসন্ত এসেছে, মাঠে ঘাটে ফুলে ফলে প্রাণেচোখে জাগিয়েছে আর নতুন স্বপ্ন।
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো, আকাশের লাগে ধাঁদা রবির আলো ওই কি বাঁধা,বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো,সর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগলো।
ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়রঙ্গীন এ বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়
আমার জীবনে যত বসন্ত এসেছে সবচেয়ে সেরা বসন্ত হচ্ছে যেদিন তুমি এসেছো আমার জীবনে ।