#Quote

অনুভবে পাই ভালোবেসে যায় সব সোহাগ উজাড় করে দিতে চাই তোমাকে।

Facebook
Twitter
More Quotes
তুমি মানে আমি আরেকটু ভালো মানুষ হয়ে উঠি।
তুমি ভালোবাসো বলেই আমি সাহসী।
তোমাকে দিয়ে আমার গল্পের শুরু? আমার গল্পের শুরুতে তুমি গোধূলির লগন, নীরবতার শেষে রয়েছো তুমি ভালবাসার আসক্ত চিঠিতে
ভালোবাসার আরেক নাম ভাই যাকে জীবনের সবটুকু উজাড় করে দিয়েও মন ভরবে না।
যতবার ভেবেছি আরো একবার ফিরে দেখি তোমাকে ততবারই তোমার দেওয়া অবহেলা ঘিরে ফেলেছে আমাকে ৷
গাইতে ব’সে কন্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, ব’লবে সবাই-“ সেই যে পথিক তার শেখানো গান না?’’ আসবে ভেঙে কান্না! প’ড়বে মনে আমার সোহাগ, কন্ঠে তোমার কাঁদবে বেহাগ! প’ড়বে মনে অনেক ফাঁকি অশ্র”-হারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে- বুঝবে সেদিন বুঝবে!- কাজী নজরুল ইসলাম
আমার সাথে চলতে পারো, আমায় সব বলতে পারো, আমার সাথে হাঁটবে কী রাতে,জ্যোৎস্না ভেজা সবুজ ঘাসে? আমার সাথে কবিতা লেখা তোমায় সেদিন প্রথম দেখা, আমার আজ অবাক মন, তোমার সাথে অকারণ৷ হাতটি নিতে পারো ধরে তোমার হাতে আলতো করে, এই জীবন তোমাকে দিলাম, জেনো,শুধু তোমারই ছিলাম।
তুমি আসলে সেই গান, যেটা বারবার শুনলেও মুগ্ধ হই।
কুয়াশা ঘন পথে কেমনে পাবো তোমাকে খোঁজার রাস্তা, কুয়াশা তবে কি সুন্দর সম্পর্ক ভেঙ্গে দেবে সেই আস্থা ?
আমি তোমাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি পলকে চোখে হারাই।‌ তোমাকে না দেখাটা যেন এক দুঃস্বপ্নের মত।