#Quote
More Quotes
হে আল্লাহ! আমাদের সব রোজা, নামাজ, দোয়া ও দান কবুল করুন। আমিন।
আল্লাহ বলেন, ‘আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। (সূরা আল-বাকারা: ১৫২)
আল্লাহর” উপর ভরসা করা মানুষগুলো কখনো নিরাশ হয়না।
শবে বরাত – ভালোবাসার রাত, আল্লাহর প্রতি ভালোবাসা ও ভক্তি বৃদ্ধি করুন।
শব-ই-বরাতের রাত বরকতময় রাত তাই অনুগ্রহ করে আপনার প্রার্থনায় মনোযোগ দিন এবং নফল নামাজের সাথে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন।
দান করা প্রত্যেক মুসলমানেরই কর্তব্যকর্ম। যার দান করার সামর্থ নেই, সে যেন সৎকার্য করে, অন্তত সে যেন অসৎকার্য পরিহার করে চলে। এ হচ্ছে ওর পক্ষে দানের সমতুল্য। - আল হাদিস
আল্লাহর আদেশে রোজাদার ব্যাক্তিদের জন্য, প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়।
ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন আল্লাহর আনুগত্য ও উত্তম চরিত্র।
বিশ্বাসঘাতকতা থেকে নিজেকে দূরে রাখো, কেননা এটি আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা – হাদিস
আলহামদুলিল্লাহ! রমজানের চাঁদ দেখা গেছে। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস আমাদের কাছে এসেছে। দোয়া করি আল্লাহ আমাদের এই রমজান মাসের উসিলায় পাপ মুক্ত করে দেন। আমিন।