#Quote

স্ত্রীলোকদের ব্যাপারে তোমরা কল্যাণের উপদেশ গ্রহণ কর। কেননা তাদেরকে তৈরীই করা হয়েছে পাঁজরের হাড় থেকে আর পাজরের যা সবচেয়ে বক্র তা উপরের অংশে থাকে। তুমি যদি তা সোজা করতে যাও তবে তা ভেঙ্গে যাবে। আর যদি এমনি ছেড়ে দাও তবে তা চিরদিন বক্রই থেকে যাবে। অতএব তাদের ব্যাপারে কল্যাণের অসিয়ত গ্রহণ কর।

Facebook
Twitter
More Quotes
কখনোই বান্দাকে আল্লাহ বঞ্চিত করেন না হয়তো আপনি যা চান সেটায় আপনার কল্যাণ নেই, তাই আল্লাহ আপনাকে দেন নাই।
বুদ্ধিহীন ও ক্ষমতাহীন নেতাকে বেছে নেওয়ার চেয়ে কোনো নেতা ছাড়া থাকাই ভালো, এরা সমাজের কল্যাণে কিছু করতে পারে না।
বিবাহের জন্য পাত্র পাত্রী হোক খোদাভীরু, এতে পরিবারে কল্যাণ আসবে।ইনশাআল্লাহ।
সমাজসেবা করার কথা হয়তো সকলেই ভাবে, কিন্তু সকলে করে না বা করতে পারেনা। তবে কেউ সমাজ সেবা করতে ইচ্ছুক হোক তা প্রথমে নিজ গৃহ থেকেই শুরু করতে হবে, তাহলে সামগ্রিক ভাবে দেশের কল্যাণ সম্ভব !
রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ-আল হাদিস
আমার বাৰ্দ্ধক্যের বারাণসী; বল ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বৰ্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ, আর বল দিন রাত, "হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা, আমার দুৰ্বলতা কাপুরুষতা দূর কর।
যে-ব্যক্তি বাক্যে কর্মে ও চিন্তায় সত্য নয়, সে প্রকৃত প্রস্তাবে সত্যনিষ্ঠ নহে -আল হাদিস
সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে -আল হাদিস
কখনোই বান্দাকে আল্লাহ বঞ্চিত করেন না। হয়তো আপনি যা চান, সেটায় আপনার কল্যাণ নেই, তাই আল্লাহ আপনাকে দেন নাই।
সৎ ব্যবহার একজন মানুষের জন্য কল্যাণ বয়ে আনে এবং সবার পছন্দের ব্যক্তি হতে সাহায্য করে।