#Quote
More Quotes
হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর । যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার।
আজকের রাতে, দোয়া করুন আপনার, আপনার পরিবার ও বন্ধুবান্ধবের জন্য। আল্লাহ সকলের গুনাহ মাফ করুন
অন্ধকারের রাতে একটিমাত্র আগুনের শিখার মতো, একাকীত্ব ঈশ্বরের আলোর সন্ধানে মাথা নত করে। প্রার্থনার আলিঙ্গনে এক নিঃসঙ্গ হৃদয়, মসজিদের নীরবতায়, ঐশ্বরিক অনুগ্রহ খুঁজে পাওয়া।
সেই মহান সত্তার কসম যার করতলগত মুহাম্মদের জীবন। আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ কস্তুরীর সুঘ্রানের চেয়েও উওম।
রাতে ঘুমানোর সময় বুঝা যায় নীরবতা কতটা কঠিন
আজকের রাতে, দোয়া করুন আপনার আপনার পরিবার ও বন্ধুবান্ধবের জন্য। আল্লাহ সকলের গুনাহ মাফ করুন।
আল্লাহ্ আমাদের সকলের গুনাহ মাফ করুন এবং আমাদের ঈদের দিন কবুল করুন!
যত পাপই করেন না কেন মনে রাখবেন কোন কিছুই আল্লাহ্র দয়ার চেয়ে বড় নয় । তিনি মাফ করে দিবেন।
রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয় - আল হাদিস
শাবানের মধ্যরাতে (শব-ই-বরাত) মহান আল্লাহ সর্বনিম্ন আসমানে অবতরণ করেন এবং বনু কালবের ছাগলের চুলের চেয়েও বেশি গুনাহ মাফ করেন।- সাইয়্যেদা আয়েশা (রা.)