More Quotes
নামাজ পড়ো রোজা রাখ কলমা পড় ভাই তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই ।
দ্বীন ও দুনিয়া একসাথে অর্জন করতে কুরআন ও সুন্নাহ্ ব্যতীত অন্য কোন পথ নেই, যদিও মনে হবে দুনিয়া অপূর্ণই থেকে যাচ্ছে।
তোমাদের মধ্যে সেই উত্তম যে কুরআন শিখে এবং শিক্ষা দেয়।
রমজান এসেছে রহমতের বার্তা নিয়ে, আসুন দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন ।
বছর ঘুরে রমজান এলো রহমতের ডালা নিয়ে
সুন্দর এ ধরা ছেড়ে যেতে মন নাহি চায় তবু কেন বিধির বিধানে চলে যেতে হয়...! তুমি আমি সকলে তার ডাকে দিতে হয় সায় এ নিয়মে ধরার সৃষ্টি আল্লাহ্'র কুরআন তাই কয়।
আমি ভাগ্যবান: কারণ এ বছরই এই অধমের কপালে রমজান জুটেছে
তোমাদের মধ্যে সর্বোত্তম হল সেই ব্যক্তি, যে কুরআন শেখে এবং অন্যদের শেখায়। — (সহীহ বুখারি)
মুসলিম আমার নাম ! কুরআন আমার জান ! নামাজ আমার গাড়ি ! জান্নাত আমার বাড়ী ! আল্লাহ্ আমার রব ! নবী আমার সব ! ইসলাম আমার ধর্ম! এবাদত আমার কর্ম
নিশ্চয়ই আমি এটি (কুরআন) নাজিল করেছি মহিমান্বিত রাতে। আর তুমি কি জানো সেই মহিমান্বিত রাত কী? লাইলাতুল কদর (শবে কদর) হলো হাজার মাসের চেয়েও উত্তম।(সুরা কদর: ১-৩)