#Quote
More Quotes
মহান আল্লাহ তায়ালা বলেনঃ- তুমি ওই দিনকে ভয় করো , যে দিন তোমার মুখে তালা লাগিয়ে দেয়া হবে আর তোমার হাত পা তোমার ক্রিত কর্মের সাক্ষী দিবে ।—সুরা ইয়াসিন (৬৫)
পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।
আলহামদুলিল্লাহ! প্রিয় বেটা, জন্মদিনে আল্লাহ তোমার জীবনকে আরও সুন্দর ও সফল করুন। আমিন।
আল্লাহ, আমাদের শিরকের হাত থেকে রক্ষা করুন।
রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন– আল হাদিস
ফজরের ভোরের নীরবতায়, একাকীত্ব নতিস্বীকার করে, আল্লাহর ক্ষমতা চায়। সিজদার মধ্যে একটি হৃদয়, একটি অশ্রু আলিঙ্গন, নির্জনতার মসজিদে, সান্ত্বনা এবং অনুগ্রহ খুঁজে পাওয়া।
ওই কপাল কখনো খারাপ হতে পারেনা, যে কপাল আল্লাহকে সিজদাহ করে
হে আল্লাহ! এই সুন্দর রাতে, আমার সমস্ত কাজ যা আপনি জানেন এবং যা আপনি মানেন, যা আপনি মনে রাখেন এবং যা আপনি দেখেন ওসব ধুয়ে ফেলুন… যে কোনও আপত্তিকর ঘটনার জন্য আমি ক্ষমাপ্রার্থী বলার এই সুযোগটি গ্রহণ করছি। আমাকে ক্ষমা করুন।
আল্লাহ সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। প্রকান্ড তাঁর সৃষ্টি। এই বৃহৎকে বুঝবার সাধনাই জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা। এজন্য চাই সে মুক্ত ও বিরাট জীবন।
আল্লাহর আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক নতুন নতুন সুখের আতিশয্যে, আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক খুশির নানান আভাস।, শুভ জন্মদিন।