More Quotes
ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল!!!! ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল!! চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়, বেণুবনে মর্মরে দক্ষিণবায়
ফুলে ফুলে ভরা বসন্ত রাঙিয়ে দিয়েছে প্রকৃতিকে উচাটন মন আর কি ঘরে বাঁধা থাকে ?
কচি পাতার শিহরণে হৃদয়ে লেগেছে দোল বসন্তে তাই প্রকৃতিও আজ হয়েছে বিহ্বল ।
বিশ্ববাসীর দ্বারে আবির্ভাবের বার্তা নিয়ে আসে বসন্ত সখা কোকিল শীতের জড়তা কাটিয়ে বসন্ত আমাদের নিয়ে যায় এক অপরূপ জগতে,নতুন সাজে সেজে ওঠে আমাদের ধরণী মনে সঞ্চারিত হয় আনন্দ
কলতানে ,ফুলের সুবাসে আজ মেতে উঠেছে মন , বসন্তই যে করেছে এই অপার আয়োজন ।
দোলের রঙে মাতোয়ারাবসন্ত আজ ।বেণুবনে লাগে দোলা দখিনা বাতাসে দলবেঁধে ওড়ে ঘাসে ঘাসে । আজ এসেছে দ্বারে নিজেকে উজাড় করে দিতে,রং লেগেছে প্রকৃতিতে, প্রাণ লেগেছে ক্ষেতে।
হে কবি! নীরব কেন-ফাল্গুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়? - সুফিয়া কামাল
মনের আকাশে ঐ ফাগুন পিয়াসী পাখি উড়ে যায় সুদূরেতে কার যেছায়া মাখি! - সংগৃহীত
মন উদাস করা বসন্ত নবজীবনের প্রতীক , মৌমাছি ,প্রজাপতির দল ফুলে ফুলে ঘুরে ঘুরে করে মধু সঞ্চয় ,বছর ঘুরে আবার এসেছো তুমি ,ঋতুরাজ তোমার এই তো আসল পরিচয়।
প্রস্ফুটিত ফুল যেমন মনে জগায় আশাবসন্তের আগমন তেমনি প্রাণে জাগায় ভালোবাসা।