#Quote

সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছে; মনের দাগ দূর করার জন্য আছে আল্লাহ্‌র স্মরণ – বুখারী

Facebook
Twitter
More Quotes
যে পবিত্র থাকতে চায় , তাকে আল্লাহ পবিত্র রাখেন। - সহীহ বুখারী
পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিন সফলকাম হতে পারে না। পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক - হযরত আলী (রাঃ)
কোন মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? – যার মাধ্যমে আল্লাহ্‌র অন্য সৃষ্টিকূল উপকৃত হয়। - বুখারী
এক ব্যক্তি রাসুল (স:) কে এসে বলল, আমাকে এমন কিছু শেখান যাতে আমি সুন্দর ভাবে জীবন কাটাতে পারি। কিন্তু এমন কঠিন কিছু নয়, যা আমি ভুলে যেতে পারি। রাসুল (স:) বল্লেন: রাগ করো না – আল হাদিস
আল্লাহ্ সুবাহানহুয়া তা'আলার সাহায্য সবসময়ই আমাদের সাথে ছিল, আছে এবং থাকবে। প্রয়োজন শুধু চেয়ে নেয়ার যোগ্যতা অর্জন করা। - ড. বিলাল ফিলিপ্স
তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিৎ, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নীড়ে ফেরে – তিরমিযী
তারাই সফল যারা একে অন্যকে আল্লাহ্‌র জন্যই ভালোবাসেন।
আল্লাহ তাঁর সৃষ্টিকূলকে সৃষ্টি করার পর তাঁর আরশের ওপর লিখেছিলেন: নিশ্চই আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে – বুখারী ও মুসলিম
বাবা হারানোর কষ্ট তো সেই বুঝতে পারে, যার বাবা নেই। মহান আল্লাহ্ তায়ালা যেন কবরে শুয়ে থাকা সকল বাবাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন।
বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে।- হযরত আলী (রাঃ)