#Quote

বিজয় আমাদের নয়, এটা আল্লাহর। যতক্ষণ আমরা আল্লাহর পথে আছি কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না।

Facebook
Twitter
More Quotes
রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়।
শহীদদের আত্মত্যাগে আমরা স্বাধীন, বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা।
নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন, অহংকার হচ্ছে, সত্যকে প্রত্যাখ্যান করা ও মানুষকে তুচ্ছজ্ঞান করা।
আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, নবী ছাড়া কোন নেতা নাই,কোরআন ছাড়া কোন কিতাব নাই।
আপনি যতটা পারেন সমস্ত লোকের জন্য আপনি যতটা পারেন যতটা পারেন যতক্ষণ আপনি পারেন ততটা ভাল করুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার রহমত বর্ষিত হোক সেই মানুষের উপরে যার মৃত্যু হাজির হয়ে তাকে চমকে দেওয়ার আগে থেকেই তিনি কথা কম বলেন, কোরআন অধ্যয়ন করেন, অতীতের কথা ভেবে কান্নাকাটি করেন, অবিরত চোখ বুলাতে থাকেন বুখারী ও মুসলিমে এবং আল্লাহর এবাদত করেন। — ইমাম আয-যাহাবী (রাহিমাহুল্লাহ)
গোধূলি রঙে একটি একাকী মিনারের মতো, একাকীত্ব ডাক দেয়, একটি আত্মা পুনর্নবীকরণের জন্য। নীরব দোয়ায় আল্লাহ তা 'আলার রহমত কামনা করে, হৃদয়ের মসজিদে, ঐক্য খুঁজে পাওয়া।
, এটি একটি বিশেষ প্রার্থনা, আমার এবং তোমার পরিবারের জন্য সবকিছু মঙ্গল করুন। শবে বরাত মোবারক!
বিজয়ের চেতনা আমাদের জাতীয় ঐক্য বাড়িয়ে তুলুক।
আল্লাহ তাদের প্রতি দয়া করবেন না যারা মানুষ জাতির প্রতি দয়াবান নয়। – সহীহ বুখারী