-6590499f86ca0.jpg)
Ziyah Vastani
Actress
Date of Birth | : | 08 December, 2003 (Age 21) |
Place of Birth | : | Kolkata, India |
Profession | : | Actress |
Nationality | : | Indian |
জিয়াহ ভাস্তানি (Ziyah Vastani) একজন ভারতীয় শিশু অভিনেত্রী। ২০০৮ সালে হিন্দি ফিল্ম কন্ট্রাক্ট দিয়ে বিন্তি চরিত্রে তার বলিউডে অভিষেক হয়। ২০১০ সালে, তিনি হিন্দি ফিল্ম Bumm Bumm Bole এ রিমজিম চরিত্রে অভিনয় করেন। তিনি ভারতীয় সিরিয়াল ইয়ে হ্যায় মোহাব্বতেতেও উপস্থিত হয়েছেন। তার যমজ বোন শিশু অভিনেত্রী জায়নাহ ভাস্তানি।
টেলিভিশন
- টিনা লক্ষ্মণ কাপাডিয়ার চরিত্রে অলক্ষ্মী কা সুপার পরিবার
- আম্মাজি কি গালি
ফিল্মগ্রাফি
- বিন্তি হিসেবে চুক্তিবদ্ধ হন
- রিমজিম চরিত্রে বাম বাম বোলে
- ইয়াং আলিয়ার চরিত্রে ব্রেক কে বাদ
Quotes
Total 0 Quotes
Quotes not found.