photo

Ziaul Hoque Polash

Actor
Date of Birth : 03 Feb, 1993
Place of Birth : Kalikapur
Profession : Actor, Film Director, Actor, Director
Nationality : Bangladeshi, Bangladeshi
Social Profiles :
Facebook
Instagram

জিয়াউল হক পলাশ (Ziaul Hoque Polash) একজন বাংলাদেশী ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক। বিশেষ করে দর্শকদের মাঝে তিনি হাস্যরসাত্মক চরিত্রের জন্য বেশ জনপ্রিয়। ব্যাচেলর পয়েন্ট নাটকে তিনি "কাবিলা" চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে বিশেষ করে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এছাড়াও ফ্যামিলি ক্রাইসিস নাটকে "পারভেজ" নামে বেশ পরিচিত হয়ে উঠেন। এই নাটকটিতে মূলত তিনি তার ছন্দ ছাড়া অনর্গল কবিতা বলার জন্য বেশ জনপ্রিয়তা পায়।

প্রাথমিক ও শিক্ষা জীবন
পলাশ জন্মগ্রহণ করেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে। কিন্তু তার বেড়ে ওঠা ঢাকার নাখালপাড়ায়। পড়ালেখায় তিনি তেমন ভালো ছিলেন না। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল হতে ২০০৯ সালে এস.এস.সি পরীক্ষা দেন, কিন্তু এতে তার ফলাফল ভালো হয়নি। তাই পুনরায় ২০১০ সালে পরীক্ষা দেন। এইচ.এস.সি পাশ করেন ২০১৩ সালে। এরপর তিতুমীর কলেজে ভর্তি হন এবং সেখান থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে অনার্স সম্পূর্ণ করেন।
কর্মক্ষেত্র
পলাশ এখন একজন হাস্যরসাত্মক অভিনেতা হিসেবে পরিচিত হলেও তিনি কিন্তু একজন পরিচালক। তিনি তার কর্মজীবন শুরু করেন পরিচালক হিসেবে। তিনি প্রায় দুই বছর মোস্তফা সারোয়ার ফারুকির কাছে প্রশিক্ষণ নেন।
উল্লেখযোগ্য কাজগুলো
টেলিভিশন
একটি সন্দেহের গল্প'
জার্নি বাই লঞ্চ (২০১৭)
কারসাজি (২০১৭)
জাস্ট চিল (২০১৮)
ব্যাচেলর পয়েন্ট (২০১৮)
এক্স গার্লফ্রেন্ড (২০১৯)
নেটওয়ার্ক বিজি (২০১৯)
ব্যাড ড্রিমস (২০১৯)
প্লুরাল নাম্বার থার্ড পারসন (২০১৯)
কলেজ বাঙ্ক (২০১৯)
সব সম্পর্কের নাম হয় না (২০১৯)
টম এন্ড জেরী (২০১৯)
সরি স্যার (২০১৯)
আরেকটি সন্দেহের গল্প (২০১৯)
আরেকটি বিড়াল বিরম্বনা (২০১৯)
টম এন্ড জেরী ২ (২০১৯)
ব্যাচেলর ট্রিপ (২০১৯)
ব্যাচেলর ঈদ (২০১৯)
ফ্যামিলি ক্রাইসিস (২০১৯)
মি এড ইউ (২০১৯)
ভাই প্রচুর কবিতা ভালোবাসে (২০১৯)
মোবাইল চোর (২০১৯)
বোকা ভালোবাসা (২০১৯)
মিশন বরিশাল (২০১৯)
আন্ডার সেভ (২০১৯)
অনলি মি (২০১৯)
প্রপোজ (২০২০)
স্টেডিয়াম (২০২০)
ঘরে ফেরা (২০২০)
ওয়েটিং (২০২০)
টাকাটা কই? (২০২০)
ব্যাচেলর কোয়ারেন্টাইন (২০২০)
মাস্ক (২০২০)
সিঙ্গেল (২০২০)
কাবাবের হাড্ডি (২০২০)
সানগ্লাস (২০২০)
হ্যালো বেবী (২০২১)
ফিমেল (২০২১)
আইসিইউ (২০২১)
একটুখানি (২০২১)
ঠান্ডা (২০২১)
ইউটিউমার (২০২১)
আপন (২০২১)
অদ-ভূত (২০২১)
দি সিক্রেট (২০২১)
দই (২০২২)
সাদা প্রাইভেট (২০২২)
ব্যাচেলার রমজান (২০২২)
ফিমেল ২ (২০২২)
ব্যাচেলার কোরবানি (২০২২)
বেড বাজ (২০২২)
গুডবাজ (২০২২)
পরিচালনা
ফ্রেন্ডস উইথ বেনিফিট (২০১৮)
সারপ্রাইজ (২০১৯)
ঘরে ফেরা (২০২০)
একটুখানি (২০২১)
রিভেঞ্জ (২০২১)
ফিমেইল(২)২০২২
ব্যাড-ব্যাজ(২০২২)
দ্যা কিডনাপার(২০২২)
ওয়েব ধারাবাহিক
বলি (২০২১)
তীরন্দাজ (২০২২)
অভিনয় জীবন
পলাশ ২০১৪ সাল থেকে এখনও অবদি অভিনয় করতেছেন। তিনি বর্তমান সময়ের বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এবং করতেছেন। যেমন বর্তমান সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক "ব্যাচেলর পয়েন্ট" নাটকে তিনি কাবিলা চরিত্রে অভিনয় করতেছেন। এছাড়াও তিনি 'এক্স বয়ফ্রেন্ড', 'এক্স গার্লফ্রেন্ড', 'ব্যাচেলর ঈদ', 'ব্যাচেলর ট্রিপ', 'মি অ্যান্ড ইউ', 'ইনকমপ্লিট', 'মুঠোফোন'সহ আরো অনেক নাটকে অভিনয় করতেছেন।পরিচালনা করেছেন ফ্রেন্ড উইথ বেনিফিট ও সারপ্রাইজ।
পরিচালনা
তিনি এই পর্যন্ত কয়েকজন জনপ্রিয় পরিচালকের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়াও নিজে কয়েকটি নাটক তৈরি করেছেন। তিনি তার পরিচালনায় "ফ্রেন্ড উইথ বেনিফিট" এবং "সারপ্রাইজ" নামক নাটক তৈরি করেছেন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.