photo

Zayed Khan

Bangladeshi film actor
Date of Birth : 30 Jul, 1980
Place of Birth : Pirojpur District
Profession : Actor, Model
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Instagram
জায়েদ খান (Zayed Khan) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি ২০০৮ সালে মহম্মদ হান্‌নান পরিচালিত ভালবাসা ভালবাসা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তিনি বাংলা চলচ্চিত্রে বাংলাদেশের দাবাং হিসেবেও পরিচিত।

প্রারম্ভিক জীবন
জায়েদ খান এসএসসি পাস করে ১৯৯৫ সালে ঢাকায় এসে ঢাকা সিটি কলেজে ভর্তি হন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যেখানে তিনি ইতিহাসে এমএ সম্পন্ন করেন। তার তিন ভাইবোন, যারা সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। ২০১১ সালে তার মা শাহিদা হক রত্নগর্ভা হিসাবে পুরস্কৃত হন। 

অভিনয় জীবন
জায়েদ খান ২০০৮ সালে ভালবাসা ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্‌নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। পরের বছর মনতাজুর রহমান আকবরের কাজের মানুষ ও মোস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে মন চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ ও রিকশাওয়ালার ছেলে।

২০১২ সালে জায়েদ খান শাবনূরের বিপরীতে প্রধান অভিনেতা হিসেবে আত্মগোপন চলচ্চিত্রে অভিনয় করেন, যা পরিচালনা করেন এম এম সরকার। ২০১৪ সালে তার অভিনীত চলচ্চিত্রগুলো হল মাশরুর পারভেজ ও আকিব পারভেজের যৌথ পরিচালনার অদৃশ্য শত্রু, রকিবুল আলম রকিবের প্রেম করবো তোমার সাথে, আজাদ খানের দাবাং, মনতাজুর রহমান আকবরের মাই নেম ইজ সিমি এবং রাজু চৌধুরীর তোকে ভালোবাসতেই হবে। ২০১৫ সালে তিনি শাহ্‌ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর তিনি রকিবুল আলম রকিব পরিচালিত নগর মাস্তান চলচ্চিত্রে অভিনয় করেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেন পরীমনি।


বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি) এলাকায় জায়েদ খানের জন্মদিন পালন ২০১৮
২০১৭ সালে তিনি অন্তর জ্বালা নামের চলচ্চিত্র প্রযোজনা করেন, যা তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেন মালেক আফসারী, যেখানে তার বিপরীতে করেন পরীমনি। একই বছর তিনি জিয়াউর রহমান জিয়া নির্দেশিত লাইট ক্যামেরা অ্যাকশন নামের একটি টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেন নিপুণ।

জায়েদ ২০১৯ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। ২০২২ সালের নির্বাচনে তাকে সাধারণ সম্পাদক হিসেবে প্রথমে ঘোষণা করা হলেও পরবর্তীতে ফলাফল ঘোষণার কয়েকদিন তার প্রার্থীতা বাতিল হয়ে যাওয়ায় নিপুণ আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

চলচ্চিত্রের তালিকা


বছরচলচ্চিত্রের শিরোনামচরিত্রপরিচালকটীকা
২০০৮ভালবাসা ভালবাসামহম্মদ হান্‌নানঅভিনীত প্রথম চলচ্চিত্র
২০০৯কাজের মানুষমনতাজুর রহমান আকবর
মন ছুঁয়েছে মনবিজয়মোস্তাফিজুর রহমান মানিক
২০১০আমার স্বপ্ন আমার সংসারএফ আই মানিক
মায়ের চোখমনতাজুর রহমান আকবর
রিকসাওয়ালার ছেলেমনতাজুর রহমান আকবর
২০১১আমার পৃথিবী তুমিগাজী মাহবুব
২০১২আত্মগোপনএম এম সরকার
২০১৪অদৃশ্য শত্রুজুবায়েরমাশরুর পারভেজ, আকিব পারভেজ
প্রেম করবো তোমার সাথেস্বাধীনরকিবুল আলম রকিব
দাবাংআজাদআজাদ খান
তোকে ভালোবাসতেই হবেরাজুরাজু চৌধুরী
মাই নেম ইজ সিমিমনতাজুর রহমান আকবর
২০১৫ভালোবাসা সীমাহীনশাহ্‌ আলম মন্ডল
নগর মাস্তানরকিবুল আলম রকিব
২০১৭অন্তর জ্বালাআলালমালেক আফসারীপ্রযোজিত চলচ্চিত্র
২০১৯প্রতিশোধের আগুনমুহাম্মদ আসলাম

Quotes

Total 0 Quotes
Quotes not found.