photo

Umme Ahmed Shishir

Shakib Al Hasan's wife
Date of Birth : 01 Jan, 1989
Place of Birth : Narayanganj, Bangladesh
Profession : Software Engineer, Bengali Model
Nationality : American Bangladeshi
Social Profiles :
Facebook
Twitter
Instagram

উম্মে আহমেদ শিশির (Umme Ahmed Shishir) (সাকিব উম্মে আল হাসান) নামেই সর্বমহলে পরিচিত তিনি। কিন্তু নিজ এলাকায় কী নামে পরিচিত বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের স্ত্রী? প্রশ্নটির উত্তর অনেকেরই অজানা। এবার সেটাই জেনে নিন। জন্মস্থান নরসিংদীর মনোহরদীতে সরদার উম্মে রোমান আহমেদ নামে তাকে ডাকেন সবাই। 

সাকিবের স্ত্রীর নাম কি?

  • উম্মে আহমেদ শিশির (2012)

২০১২ সালের ১২ ডিসেম্বর শিশিরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিশ্ব ক্রিকেটের সুপারস্টার সাকিব। এ সুপার কাপলের বিয়ের সেই ম্যাজিক্যাল তারিখের (১২.১২.১২) ছয় বছর পূর্তি হয়েছে গেল বছর। বিয়ের অর্ধযুগের মাথায় গেল ২৪ জানুয়ারি প্রথমবার শ্বশুরবাড়িতে পা রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার। এ উপলক্ষে এদিন মনোহরদীবাসী নেন বাড়তি প্রস্তুতি। জাঁকজমকপূর্ণ গণসংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে জামাইকে বরণ করে নেন স্থানীয় সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এতে এলাকার গণমান্য ব্যক্তি ছাড়াও ছিলেন সাকিব-পত্নী। তিনি উপস্থিত থাকলেও ব্যানারে তার নামটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। কারণ সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চের পেছনে টানানো ব্যানারে বড় করে লেখা ছিল সরদার উম্মে রোমান আহমেদ। এলাকায় এ নামেই পরিচিত তিনি। পাশেই ব্র্যাকেটে লেখা ছিল শিশির আল হাসান। তবে সেটা ছোট করে।

সাকিব-পত্নী মনোহরদী উপজেলার রামপুর গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী সরদার মমতাজউদ্দিন আহমেদ ও সরদার নার্গিস আহমেদের মেয়ে। তার ডাকনাম শিশির। তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকতেন। সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় সাকিবের। এর পর প্রণয়। শেষ পর্যন্ত প্রণয় পরিণত হয় পরিণয়ে। ঢাকঢোল পিটিয়ে জমকালো অনুষ্ঠানে ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা।

সাকিব-শিশির এ যাবতকাল বাংলাদেশে সবচেয়ে সেলিব্রেটি দম্পতি। বিশ্বের আকর্ষণীয় ক্রিকেটার দম্পতিও। এ জুটির সংসারে রয়েছে একটি কন্যাসন্তান। ২০১৫ সালের ৯ নভেম্বর তাদের ঘরে আসে নতুন অতিথি আলাইনা হাসান অব্রি। কন্যা-অন্তঃপ্রাণ সাকিব বেশিক্ষণ মেয়েকে ছাড়া থাকতে পারেন না। সবসময় সুশ্রী ও মিষ্টি স্বভাবের অব্রির সঙ্গে আড্ডা-খুনসুঁটিতে মেতে থাকেন তিনি।


Quotes

Total 0 Quotes
Quotes not found.