photo

Tawhid Afridi

YouTuber
Date of Birth : 03 January, 1997 (Age 28)
Place of Birth : Barisal, Bangladesh
Profession : YouTuber
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Instagram
তাওহিদ আফ্রিদি (Tawhid Afridi) একজন বাংলাদেশী ইউটিউবার এবং ভ্লগার। তিনি মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ও আসফিয়া উদ্দিনের ছোট ছেলে।

তাওহিদ আফ্রিদির জীবনী

গত ২ ফেব্রুয়ারি ইউটিউবে ‘তওহিদ আফ্রিদি’ চ্যানেলের যাত্রা শুরু হলেও আনুষ্ঠানিকভাবে শুরু হয় ওই বছরের ৭ ডিসেম্বর। শুরুতে অনেক কাজ থাকলেও নানা কারণে আবার কর্মকাণ্ড শিথিল হয়। কিন্তু ২৫ তারিখের শেষের দিকে আবার নতুন নাম তৌহিদ আফ্রিদি শুরু করলেন নতুন উদ্যোগ। এ ছাড়া তিনি এখন দেশের কয়েকজন ইউটিউবার হিসেবে বেশ জনপ্রিয়।তিনি বলেন, ‘আমি আমার বাবা-মায়ের আদর্শে বড় হচ্ছি। আমার সব ভিডিও অভিভাবকদের দ্বারা নিরীক্ষণ করা হয়. তিনি আমাকে সব জমি নিতে বলেছেন। বিশ্বের দরবারে বাংলাদেশকে নিয়ে কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাবেন না। কোন প্রকার অশ্লীল ভিডিও বানাবেন না। আমি এভাবেই কাজ করি। আর দর্শকরাও আমাকে গ্রহণ করছেন।তিনি তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “শ্রোতাদের ভালোবাসায় আমি অভিভূত। দেশের এক নম্বর ইউটিউবার হওয়াটা নিঃসন্দেহে আমার জন্য অনেক বড় ব্যাপার। সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

উচ্চতা, ওজন এবং শারীরিক পরিমাপ

  • সেন্টিমিটারে উচ্চতা ১৭০ সেমি
  • মিটারে উচ্চতা ১.৭০ মি
  • ইঞ্চিতে উচ্চতা ৫’ ৭”
  • কিলোগ্রামে ওজন ৬০ কেজি
  • পাউন্ডে ওজন ১৩২ পাউন্ড
  • শরীরের পরিমাপ ৩৬-৩০-৩৬
  • বুকের মাপ ৩৬
  • কোমরের মাপ ৩০
  • বাইসেপস সাইজ ১২
  • চোখের রং কালো
  • চুলের রং কালো

পরিবার এবং আত্মীয়স্বজন

  • পিতা নাসির উদ্দিন
  • মা আসফিয়া উদ্দিন
  • ভাই আপডেট দিবেন
  • বোন নিশাত তাসনিম প্রমি
 বৈবাহিক অবস্থা
  • অবিবাহিত
বাংলাদেশে ইউটিউবের জনপ্রিয়তার পেছনে তিনি অন্যতম বড় অবদানকারী। ইউটিউবের লাখো দর্শকের মন জয় করেছে তরুণরা। যার কারণে তিনি এখন দেশের এক নম্বর ইউটিউবার।

Quotes

Total 0 Quotes
Quotes not found.