photo

Syed Sayedul Haque Suman

Bangladeshi lawyer and Politician
Date of Birth : 03 Sep, 1978
Place of Birth : Chunarughat, Bangladesh
Profession : Bangladeshi Lawyer, Bangladeshi Politician
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Instagram

সৈয়দ সায়েদুল হক সুমন (Syed Sayedul Haque Suman) যিনি ব্যারিস্টার সুমন নামে বেশি পরিচিত) বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য। তিনি যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

প্রারম্ভিক জীবন

সৈয়দ সায়েদুল হক সুমন ৩ সেপ্টেম্বর ১৯৭৯ সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পীরবাজার নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা এর্শাদ ছিলেন একজন ব্যবসায়ী এবং তার মা আম্বিয়া খাতুন হলেন গৃহিনী। বাবা-মায়ের ৬ সন্তানের মধ্যে তিনি সবার ছোট। তিনি স্থানীয় কেজি স্কুলে তার শিক্ষার হাতে খড়ি। তারপর দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় (ডিসিপি হাইস্কুল) থেকে এসএসসি পাশ করে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ পাশ করেন। তারপর ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি পাশ করেন। তার স্ত্রী শাম্মী আক্তার যুক্তরাষ্ট্র প্রবাসী। এই দম্পতীর ১ ছেলে ও ১ মেয়ে।

কর্মজীবন
সৈয়দ সায়েদুল হক সুমন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে ২০১২ সালের ১৩ নভেম্বর পদত্যাগ করেন।

রাজনৈতিক জীবন

সৈয়দ সায়েদুল হক সুমন যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে ৯৯ হাজার ৫৫৬ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাহবুব আলী।

Quotes

Total 0 Quotes
Quotes not found.