photo

Srijit Mukherji

Indian film director and screenwriter
Date of Birth : 23 Sep, 1977
Place of Birth : Calcutta, West Bengal, India.
Profession : Indian Film Director, Screenwriter, Actor, Lyricist, Economist
Nationality : Indian
Social Profiles :
Twitter
সৃজিত মুখোপাধ্যায় বা সৃজিত মুখার্জি (Srijit Mukherji) একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার, অর্থনীতিবিদ। ২০১০ সালে প্রথম চলচ্চিত্র অটোগ্রাফ পরিচালনার পরপরই তিনি আলোচনায় আসেন। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। তার সবগুলো ছবিই সমালোচকদের কাছে প্রশংসিত হয় এবং ব্যাপক সাড়া ফেলে। ৬১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তার পরিচালিত 'জাতিস্মর' ছবিটি চারটি পুরস্কার জিতে নেয়। ৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তার পরিচালিত চতুষ্কোণ সিনেমাটির জন্য তিনি সেরা পরিচালক এবং সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতে নেন। তার পরিচালিত রাজকাহিনী চলচ্চিত্রটি হিন্দিতে বেগম জান শিরোনামে পুনঃনির্মিত হয়েছে যার নাম ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা বালান। তার নির্মানাধীন চলচ্চিত্র কাকাবাবুর প্রত্যাবর্তন। ২০২০ সালে অনলাইন প্ল্যাটফর্ম আড্ডা টাইমসে মুক্তি পেয়েছে তাঁর পরিচালনায় সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের অন্তর্গত ছিন্নমস্তার অভিশাপ এবং যত কাণ্ড কাঠমান্ডুতে দুটি গল্প নিয়ে তৈরি ওয়েব সিরিজ ফেলুদা ফেরত ।

প্রারম্ভিক জীবন
সৃজিত মুখোপাধ্যায় তার শৈশব জীবন শেষ করেন দোলনা ডে হাই স্কুল এবং সাউথ পয়েন্ট স্কুল থেকে। তারপরে তিনি প্রেসিডেন্সী কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেন। পরবর্তীতে তিনি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.ফিল এবং পিএইচডি শেষ করেন। তার বাবা সমরেশ মুখোপাধ্যায় একজন স্থাপত্যবিদ্যার অবসর প্রাপ্ত শিক্ষক। তিনি ছিলেন একাধারে কবি, শিক্ষক, চিত্রশিল্পী। তার মা এনাটমি বিভাগের একজন শিক্ষিকা।

পেশা
সৃজিত মুখোপাধ্যায় অর্থনীতিবিদ ও পরিসংখ্যানবিদ হিসেবে কাজ করার সময় দিল্লীতে ইংরেজি সার্কিট থিয়েটারের সাথে বেশ ভালোভাবে যুক্ত হন। তারপরে ২০১০ সালে তিনি প্রথম চলচ্চিত্র অটোগ্রাফ তৈরী করেন। চলচ্চিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এর ধারাবাহিকতায় তিনি ২০১১ সালে বাইশে শ্রাবণ, ২০১২ সালে হেমলক সোসাইটি', ২০১৩ সালে মিশর রহস্য, ২০১৪ সালে জাতিস্মর ও চতুষ্কোণ ২০১৫ সালে নির্বাক এবং রাজকাহিনী চলচ্চিত্র পরিচালনা করেন।

ব্যক্তিগত জীবন
  • মুখার্জি ৬ ডিসেম্বর ২০১৯ তারিখে রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেন।

    • চলচ্চিত্র তালিকা
      •  অটোগ্রাফ
      •  বাইশে শ্রাবণ
      •  হেমলক সোসাইটি
      •  মিশর রহস্য
      •  জাতিস্মর
      •  চতুষ্কোণ
      •  নির্বাক
      •  রাজকাহিনী
      •  জুলফিকার
      •  বেগমজান
      •  ইয়েতি অভিযান
      •  ঊমা
      •  এক যে ছিল রাজা
      •  শাহজাহান রিজেন্সি
      •  ভিঞ্চি দা
      •  গুমনামি
      •  দ্বিতীয় পুরুষ
      •  কাকাবাবুর প্রত্যাবর্তন
      •  এক্স প্রেম
      •  শেরডিল: দ্য পিলিভিট সাগা
      •  শাবাশ মিঠু
      •  অতি উত্তম
      •  পদাতিক

      গীতিকার ও অভিনেতা হিসেবে

      • ক্রস কানেকশন
      • পাগল বাঙালি
      • লে ছক্কা
      • জোশ
      • গানের ওপারে
      • ইতি মৃণালিনী
      • ফ্লপ-ই
      • ঘেঁটে ঝাউ
      • চ্যাপলিন
      • দত্ত বনাম দত্ত
      • বাপি বারি জা
      • শব্দ
      • মাছ মিষ্টি এবং আরো
      • আহরে সোম
      • কবীর
      • শান্তিলাল হে প্রজাপোতি রোহশ্যো
      • মানবজমিন
      • দিলখুশ

    Quotes

    Total 0 Quotes
    Quotes not found.